আজ ১২ ডিসেম্বর রজনীকান্তের জন্মদিন। ৭৫ বছরে পা দিলেন ভারতীয় সিনেমার অন্যতম সুপারস্টার। তাঁর জন্মদিন মানেই ভক্তদের ভিড়ে উৎসবের পরিবেশ, মন্দিরে প্রার্থনা, পোস্টার-কাটা, দুধ দিয়ে অভিষেক-আর সর্বত্র একটাই স্লোগান, 'থালাইভা, থালাইভা!' রজনীকান্তের ভারতীয় সিনেমার তারকা হওয়ার সফর পর্দার ছবির মতোই রোমাঞ্চকর।
2
9
রজনীকান্তের প্রকৃত নাম শিবাজি রাও গায়কোয়াড়। বেঙ্গালুরুতে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে তাঁর বেড়ে ওঠা। ছোট থেকেই অর্থকষ্ট ছিল নিত্যসঙ্গী, তাই খুব অল্প বয়সেই কাজ খুঁজতে হয় তাঁকে।
3
9
জীবনের প্রথম বড় পেশা ছিল বাস কন্ডাক্টর। সেই কাজ করার সময়ই তাঁর ভেতরের অভিনয়ের ঝলক প্রথম ধরা পড়ে সহকর্মী ও যাত্রীদের চোখে। তাঁর স্টাইল, টিকিট ছেঁড়ার ভঙ্গি, সব কিছুতেই ছিল আলাদা এক আকর্ষণ।
4
9
পরে অভিনয়ের প্রতি ভালবাসায় তিনি ভর্তি হন মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে। আর এখানেই তাঁর জীবনে আসে সবচেয়ে বড় মোড়। বিখ্যাত পরিচালক ক. বালাচন্দার তাঁর মধ্যে খুঁজে পান একজন ভবিষ্যৎ সুপারস্টারকে। বালাচন্দারই তাঁকে প্রথম বড় সুযোগ দেন এবং বাকিটা ইতিহাস।
5
9
১৯৭০-এর দশকে খলনায়ক চরিত্র দিয়ে শুরু হলেও খুব তাড়তাড়ি রজনীকান্ত হয়ে ওঠেন তামিল সিনেমার সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়ক। তাঁর চোখের দৃষ্টি, সিগার ফেলে দেওয়া, চুল ঝাঁকানোর স্টাইল-এসবই হয়ে ওঠে ‘আলটিমেট সুপারস্টাইল’।
6
9
এরপর আসে কিংবদন্তি কিছু সিনেমা 'বাশা', 'মুল্লুম মালারুম', 'থালাপাথি', 'অন্নামালাই', পদায়াপ্পা, আর সাম্প্রতিককালে 'জেলর', 'লাল সালাম'-সবই তাঁর ভক্তদের অত্যন্ত প্রিয়।
7
9
শুধু দক্ষিণ ভারতই নয়, গোটা দেশজুড়েই রজনীকান্তের অগণিত অনুরাগী রয়েছে। সাধারণ মানুষের গল্পকে নিজের অভিনয় দিয়ে জীবন্ত করে তোলাই তাঁকে এনে দিয়েছে ‘জনতার নায়ক’ তকমা।
8
9
ব্যক্তিগত জীবনে রজনীকান্ত অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। বিনয়, আধ্যাত্মিকতা ও মানবিকতা তাঁকে আরও বড় করে তোলে ভক্তদের কাছে। জনপ্রিয়তার তুঙ্গে থেকেও তিনি বরাবর মাটিতে পা রেখে চলেছেন।
9
9
৭৫–এ পা রেখেও অক্লান্ত রজনীকান্ত থামছেন না। কয়েক দশক পেরিয়ে গেলেও তাঁকে নিয়ে উন্মাদনায় এতটুকু চির ধরেনি। সামনে রয়েছে তাঁর আরও নানা নতুন কাজ। ভক্তরা অপেক্ষা করছেন নতুন নতুন ব্লকবাস্টারের।