এক সময় অভিনেত্রী শ্রীদেবী এবং সুপারস্টার রজনীকান্তের অনস্ক্রিন রসায়ন বিনোদন জগতে এক অন্যতম উদাহরণ সৃষ্টি করেছিল। তাঁরা একসঙ্গে প্রায় ১৮টিরও বেশি ছবিতে কাজ করেছেন। তবে ক্যামেরার বাইরের জগৎ-এ লুকিয়ে ছিল এক অসমাপ্ত প্রেমের গল্প।
2
6
পরিচালক কে. বালাচন্দরের একটি পুরনো সাক্ষাৎকারের সূত্রে জানা যায়, সহ-অভিনেত্রী হিসেবে কাজ করতে গিয়ে ধীরে ধীরে শ্রীদেবীর প্রতি এক গভীর ভালবাসা জন্মায় রজনীকান্তের মনে। শোনা যায়, রজনীকান্ত শ্রীদেবীর পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন, বিশেষত শ্রীদেবীর মায়ের সঙ্গে তাঁর ভাল সম্পর্ক ছিল।
3
6
রজনী নাকি শ্রীদেবীর মাকে একবার বলেছিলেন যে তিনি শ্রীদেবীকে বিয়ে করতে চান যখন তাঁর বয়স ১৬ হবে। রজনীকান্ত তাঁর এই অনুভূতি নিয়ে অত্যন্ত সচেতন ছিলেন এবং একবার নাকি শ্রীদেবীকে ভালবাসার কথা জানাতে তাঁর বাড়িতেও গিয়েছিলেন।
4
6
পরিচালক কে. বালাচন্দর প্রকাশ করেছিলেন সেই ঘটনার কথা। একটি গৃহপ্রবেশ অনুষ্ঠানের সময় রজনীকান্ত শ্রীদেবীর বাড়িতে পৌঁছেছিলেন তাঁর মনের কথা বলার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে অপ্রত্যাশিতভাবে বিদ্যুৎ চলে যায় এবং পুরো বাড়ি অন্ধকারে ঢেকে যায়। রজনীকান্ত যেহেতু অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন, তাই তিনি এটিকে অশুভ লক্ষণ হিসেবে দেখেন। এই কারণে তিনি তাঁর ভালবাসার কথা না জানিয়েই হতাশ হয়ে ফিরে আসেন। এরপর তিনি আর কখনও এই বিষয়ে কথা তোলেননি
5
6
অন্যদিকে, শ্রীদেবীও রজনীকান্তকে খুব শ্রদ্ধা করতেন এবং তাঁর প্রতি গভীর যত্নশীল ছিলেন। একটি ছবির শুটিংয়ের সময় রজনীকান্ত গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন শ্রীদেবী তাঁর দ্রুত আরোগ্যের জন্য সাত দিন উপবাস করেছিলেন। এই ঘটনা তাঁদের মধ্যেকার গভীর বন্ধুত্বের প্রমাণ দেয়। যদিও তাঁদের প্রেম পূর্ণতা পায়নি, তবুও তাঁদের পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধা জীবনের শেষ দিন পর্যন্ত অটুট ছিল।
6
6
এই দুই কিংবদন্তি শিল্পী তাঁদের নিজ নিজ জীবনে এগিয়ে গেলেও, তাঁদের নীরব বন্ধন এবং পারস্পরিক শ্রদ্ধা ভারতীয় সিনেমার ইতিহাসে এক চিরন্তন গল্প হিসেবে রয়ে গিয়েছে।