রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) জানিয়েছে যে রিজ়ার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়ার পর তাদের রেপো লিঙ্কড লেন্ডিং রেট (RLLR) সংশোধন করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে গৃহঋণ ও অন্যান্য রেপো-লিঙ্কড ঋণ গ্রহণকারী গ্রাহকদের জন্য স্বস্তির খবর এসেছে।
2
9
ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ বেসিস পয়েন্টের বিজনেস স্ট্র্যাটেজি প্রিমিয়াম (BSP) সহ RLLR কমিয়ে ৮.১০ শতাংশ করা হয়েছে, যা আগে ছিল ৮.৩৫ শতাংশ।
3
9
নতুন সুদের হার ৬ ডিসেম্বর ২০২৫ থেকেই কার্যকর হয়েছে। এর অর্থ, যেসব গ্রাহকের ঋণ রেপো-লিঙ্কড, তাঁদের মাসিক ইএমআই কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।
4
9
তবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্পষ্ট করেছে যে, এই পরিবর্তনের প্রভাব কেবল রেপো-লিঙ্কড ঋণের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ব্যাঙ্কের মার্জিনাল কস্ট অব লেন্ডিং রেট (MCLR) এবং বেস রেট বর্তমানে অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে যেসব গ্রাহকের ঋণ এখনও MCLR বা বেস রেটের সঙ্গে যুক্ত, তাঁদের সুদের হারে এই মুহূর্তে কোনও পরিবর্তন হবে না।
5
9
এদিকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পাশাপাশি আরও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক—ব্যাঙ্ক অব ইন্ডিয়া (BOI) এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক—তাদের গৃহঋণের সুদের হার কমানোর ঘোষণা করেছে। এই সিদ্ধান্তও আরবিআইয়ের রেপো রেট হ্রাসের সরাসরি প্রভাব হিসেবেই দেখা হচ্ছে।
6
9
ইন্ডিয়ান ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছে, রেপো-লিঙ্কড বেঞ্চমার্ক লেন্ডিং রেট ৮.২০ শতাংশ থেকে কমিয়ে ৭.৯৫ শতাংশ করা হয়েছে। নতুন এই সুদের হারও ৬ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর। ব্যাঙ্কের দাবি, এই হার হ্রাসের ফলে নতুন গৃহঋণ গ্রাহকদের পাশাপাশি বিদ্যমান রেপো-লিঙ্কড গৃহঋণগ্রাহকরাও উপকৃত হবেন।
7
9
বিশেষজ্ঞদের মতে, আরবিআইয়ের রেপো রেট কমানোর সিদ্ধান্তের ফলে ব্যাঙ্কগুলির তহবিল সংগ্রহের খরচ কমে আসে। তারই প্রতিফলন হিসেবে একের পর এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাদের রেপো-লিঙ্কড ঋণের সুদের হার কমাতে শুরু করেছে। এর ফলে আবাসন ঋণ, ব্যক্তিগত ঋণ এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ঋণের চাহিদা বাড়তে পারে।
8
9
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে, যেখানে মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমেছে এবং অর্থনৈতিক বৃদ্ধিকে আরও গতি দেওয়ার চেষ্টা চলছে, সেখানে সুদের হার হ্রাস সাধারণ মানুষের জন্য একটি ইতিবাচক সংকেত বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। বিশেষ করে বাড়ি কেনার পরিকল্পনা করা মধ্যবিত্ত পরিবারগুলির জন্য এই সিদ্ধান্ত নতুন করে আশার আলো দেখাচ্ছে।
9
9
আগামী দিনে আরও ব্যাঙ্ক এই পথে হাঁটতে পারে বলেও ইঙ্গিত মিলছে, ফলে ঋণগ্রহীতাদের জন্য প্রতিযোগিতামূলক সুদের হার পাওয়া সম্ভব হতে পারে।