যদি মিউচুয়াল ফান্ডের এসআইপি-তে বিনিয়োগ করতে পারেন তাহলে অতি সহজেই সমস্ত কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন। মাসে যদি হিসেব করে বিনিয়োগ করেন তাহলেই মিলবে ভাল রিটার্ন।
2
11
যারা নতুন বিনিয়োগ শুরু করেছেন তাদের কাছে মিউচুয়াল ফান্ডের এসআইপি একটি দারুন বিকল্প। এখানে ১০০ টাকা থেকেও বিনিয়োগ করতে পারবেন।
3
11
এসআইপি-তে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি রোজ, সাপ্তাহিক, মাসিক বা বাৎসরিক টাকা দিতে পারেন। এখানে টাকা রাখলে সেখান থেকে ধীরে ধীরে সেই টাকা পূর্ণতা পাবে।
4
11
যদি ভাল রিটার্ন পেতে চান তাহলে দ্রুত বিনিয়োগ করা শুরু করতে পারেন। যত বেশি সময় ধরে বিনিয়োগ করতে পারবেন ততই ভাল ফল পাবেন।
5
11
যদি ৬০ লাখ টাকা করপাস থাকে তাহলে মাসে বিনিয়োগ করতে পারেন ৫ হাজার টাকা। সুদ পাবেন ১২ শতাংশ করে।
6
11
যদি মাসে ৫ হাজার টাকা ২৫ বছর ধরে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখানে ৮০ লাখ টাকা পাওয়া খুব বেশি সমস্যা হবে না। তবে বিনিয়োগ করতে হবে পরিকল্পনা করে।
7
11
যদি মাসে মাসে ৫ হাজার টাকা ১০ বছর ধরে রাখতে পারেন তাহলে বিনিয়োগ করবেন ৬ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ৫ লাখ ২০ হাজার ১৭৯ টাকা। মোট করপাস হবে ১১ লাখ ২০ হাজার ১৭৯ টাকা।
8
11
যদি মাসে ৫ হাজার টাকা ১৫ বছর ধরে রাখতে পারেন তাহলে বিনিয়োগ করবেন ৯ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ১৪ লাখ ৭৯ হাজার ৬৫৭ টাকা। করপাস হবে ২৩ লাখ ৭৯ হাজার ৬৫৭ টাকা।
9
11
যদি মাসে ৫ হাজার টাকা ২০ বছর ধরে রাখতে পারেন তাহলে বিনিয়োগ করবেন ১২ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ৩৩ লাখ ৯৯ হাজার ২৮৭ টাকা। করপাস হবে ৪৫ লাখ ৯৯ হাজার ২৮৭ টাকা।
10
11
যদি মাসে ৫ হাজার টাকা ২৫ বছর ধরে রাখতে পারেন তাহলে বিনিয়োগ করবেন ১৫ লাখ টাকা। ক্যাপিটাল গেন হবে ৭০ লাখ ১১ হাজার ৩৩ টাকা। করপাস হবে ৮৫ লাখ ১১ হাজার ৩৩ টাকা।
11
11
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে খোঁজ নিয়ে তারপর বিনিয়োগ করবেন। যদি আপনার কোনও ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।