যদি একবারই বিনিয়োগ করে নিজের টাকা বাড়াতে চান তাহলে সেখান থেকে আগে থেকেই আপনাকে তৈরি হতে হবে। তবে নির্দিষ্ট সময় ধরে আপনাকে অপেক্ষা করতে হবে।
2
9
যদি একবারে অনেক টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে লাভের টাকাও বেশি পেতে পারেন। তবে এই কাজটি করতে হলে একেবারে তাড়াহুড়ো করলে হবে না। বিনিয়োগ করতে হবে মিউচুয়াল ফান্ডে।
3
9
আপনাকে টার্গেট করতে হবে ১ কোটি টাকা। একবারই বিনিয়োগ করতে হবে ৩ লাখ টাকা। সুদের হার থাকবে ১২ শতাংশ করে।
4
9
এখানে ১ কোটি টাকা পেতে আপনার সময় লাগবে প্রায় ৩১ বছর। তবে এই সময় ধরে আপনাকে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে।
5
9
৩ লাখ টাকা ১০ বছরে ক্যাপিটাল গেন হবে ৬ লাখ ৩১ হাজার ৭৫৪ টাকা। মোট করপাস হবে ৯ লাখ ৩১ হাজার ৭৫৪ টাকা।
6
9
৩ লাখ টাকা ১৫ বছরে ক্যাপিটাল গেন হবে ১৩ লাখ ৪২ হাজার ৭০ টাকা। মোট করপাস হবে ১৬ লাখ ৪২ হাজার ৭০ টাকা।
7
9
৩ লাখ টাকা ২০ বছরে ক্যাপিটাল গেন হবে ২৫ লাখ ৯৩ হাজার ৮৮৮ টাকা। মোট করপাস হবে ২৮ লাখ ৯৩ হাজার ৮৮৮ টাকা।
8
9
৩ লাখ টাকা ৩১ বছরে ক্যাপিটাল গেন হবে ৯৭ লাখ ৬৬ হাজার ৫৩৪ টাকা। মোট করপাস হবে ১ কোটি ৬৬ হাজার ৫৩৪ টাকা।
9
9
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে দেখে নেবেন। যদি আপনার কোনও ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।