কী পরিস্থিতি পাকিস্তানের! যে অ্যাথলিট অলিম্পিকের মঞ্চে সোনা এনে দিলেন, সেই সোনার ছেলের কোচকেই সারাজীবনের জন্য নির্বাসিত করা হল।
2
8
পাকিস্তানের সোনার ছেলে আরশাদ নাদিম। তাঁর কোচের নাম সলমন ইকবাল। পাকিস্তানের অ্যাথলেটিক্স ফেডারেশন সলমন ইকবালকে অজীবন নির্বাসিত করেছে রবিবার। পাঞ্জাব অ্যাথলেটিক্স সংস্থার প্রেসিডেন্ট সলমন ইকবাল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পাঞ্জাব অ্যাথলেটিক্স সংস্থার সংবিধান লংঘন করেছেন।
3
8
পাকিস্তান অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশন ইকবালের বিরুদ্ধে অভিযোগ আনেন। পাঞ্জাব অ্যাথলেটিক্স সংস্থার নির্বাচন তিনি করেছেন আগস্টে।
4
8
এই নিষেধাজ্ঞার জন্য ইকবাল অ্যাথেলটিক্সের কোনও ইভেন্টে অংশ নিতে পারবেন না।
5
8
আগে পাকিস্তান স্পোর্টস বোর্ডকে কাঠগড়ায় তুলেছিলেন পাকিস্তানের সোনার ছেলের কোচ সলমন।
6
8
কোচ সলমন বলেছিলেন, দক্ষিণ আফ্রিকায় অস্ত্রোপচার করার জন্য এক বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য নিতে হয়েছিল আরশাদ নাদিমকে।
7
8
তদন্ত কমিটি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গঠিত হয়েছিল। তারা জানিয়েছিল ১০ অক্টোবর ইকবালকে নিষিদ্ধ করা হবে।
8
8
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আরশাদ অংশ নিয়ে দশম স্থানে শেষ করেছিলেন। তার জন্য জবাবদিহি চেয়েছিল পিএসবি বা পাকিস্তান স্পোর্টস বোর্ড। শিষ্যের পাশে দাঁড়িয়ে কোচ একহাত নিয়েছিলেন পিএসবি-কে।