অবসর নিয়ে সকলেই চিন্তাভাবনা করতে চান। সেখানে যদি একটি ভাল টাকার পরিমান আপনার হাতে আসে তাহলে তার থেকে ভাল কিছুই হতে পারে না। এই টাকার পরিমান যদি ১ লাখ টাকা হয় তাহলে কেমন হবে।
2
8
নিজের কর্মজীবনে যেভাবে আপনি টাকা খরচ করতেন অবসরের পরেও সেভাবেই খরচ করতে চাইবেন। তবে সেখানে যদি পর্যাপ্ত টাকা হাতে না আসে তাহলে সবথেকে বেশি সমস্যায় পড়বেন আপনি নিজেই।
3
8
আপনার বয়স যদি ৩০ বছর হয় তাহলে অবসর হতে পারে ৬০ বছরে। মাসে আপনি পেতে চাইবেন ১ লাখ টাকা করে। সেখানে সুদের হার থাকবে ১২ শতাংশ করে।
4
8
যদি অবসরে মাসে ১ লাখ টাকা করে পেতে চান তাহলে সেখানে মাসিক এসআইপি আপনাকে দিতে হবে ৩৫ হাজার ৫৭৫ টাকা করে। আপনার টাকা থাকতে হবে ৪১ লাখ ৯১ হাজার ৪৫১ টাকা। আপনার কাছে মোট টাকা থাকতে হবে ১২ কোটি ৫৫ লাখ ৭৫ হাজার ৫৩৫ টাকা।
5
8
এসআইপি আপনাকে দিতে সঠিক মাপের টাকা। সেখান থেকে আপনি নিজের অবসরকে নিশ্চিত করতে পারেন।
6
8
প্রথম থেকেই যদি হিসেব করে বিনিয়োগ করতে পারেন তাহলে অবসর নিয়ে চিন্তা করতে হবে না। সেখানে ৬০ বছরের পর আপনি মাসে ১ লাখ টাকা করে পেতে পারেন।
7
8
যদি টেনশন ছাড়া নিজের অবসরকে কাটাতে চান তাহলে সেখান থেকে ৩০ বছর থেকেই কাজ শুরু করতে হবে। পরবর্তী ৩০ বছর আপনার কাছে অতি গুরুত্বপূর্ণ হিসেবে থাকবে।
8
8
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে যাচাই করে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।