পুরাণে কার্তিক মাসকে বছরের সবচেয়ে শুভ মাস হিসেবে গণ্য করা হয়। এই মাস ৮ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত স্থায়ী এবং সূর্য ও চন্দ্রের প্রভাব এই সময়ে মানুষের মন ও মস্তিষ্ককে সুস্থ রাখে বলে বিশ্বাস করা হয়।
2
6
কার্তিক মাসে রাধা-দামোদর পূজা, শালিগ্রাম পূজা এবং বিষ্ণু পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময়ে স্নান, দান, ব্রত এবং ভক্তিমূলক কাজের মাধ্যমে পাপ মোচন ও শান্তি লাভ সম্ভব বলে শাস্ত্রে বলা হয়েছে।
3
6
উজ্জয়িনীর আচার্য আনন্দ ভরদ্বাজের মতে, কার্তিক মাসে প্রতিদিন তুলসী পূজা অত্যন্ত ফলদায়ক। সকালে স্নানের পর প্রদীপ জ্বালিয়ে তুলসী গাছে জল নিবেদন ও “ওঁ তুলস্যৈ নমঃ” মন্ত্র জপ করলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং পারিবারিক শান্তি বজায় থাকে।
4
6
তুলসী পূজার মাধ্যমে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায়। তুলসী গাছে চন্দন, ফুল ও ধূপ নিবেদন করলে গৃহে সম্পদ, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়।
5
6
কার্তিক পূর্ণিমায় আমলকী গাছের পূজা অত্যন্ত শুভ। এই দিনে আমলকী গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করলে শারীরিক রোগ থেকে রক্ষা ও মানসিক শান্তি লাভ হয়।
6
6
এই মাসে তামসিক খাদ্য, অশ্লীল ভাষা ও অনুপযুক্ত আচরণ পরিহার করা উচিত। প্রাণহানি, হিংসা এবং অশুচি কাজ থেকে বিরত থেকে সংযম ও আধ্যাত্মিক অনুশীলন করলে জীবনে পবিত্রতা ও স্থায়ী শান্তি আসে।