শীতকাল আসা মানেই বিভিন্ন ধরনের পরোটা, কচুরি খাওয়া। হিং থেকে শুরু করে কড়াইশুঁটি, মেথি, আলু, মুলো, ইত্যাদির পরোটা পাতে পরে। কিন্তু মুলোর পরোটার সঙ্গে ভুলেও এই ৫টি পদ খাবেন না। হয়তো আপনি বুঝছেন না, কিন্তু এতে ভিতর ভিতর আপনার বিস্তর ক্ষতি হচ্ছে। বলা যায় মুলোর পরোটার সঙ্গে এই ৫ পদ খাওয়ার অর্থ বিষ খাওয়া। তালিকায় আছে কী কী?
2
6
মুলোর পরোটার সঙ্গে ভুলেও চা খাবেন না। অনেকেই পরোটার সঙ্গে চা খেতে পছন্দ করলেও, মুলোর পরোটার সঙ্গে চা খেলে সেটা হজম হয় না। গ্যাস, অম্বলের সমস্যা হতে পারে। এমনকী গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইসোফিগল রিফ্লেক্স অসুখ পর্যন্ত হতে পারে।
3
6
মুলোর পরোটার সঙ্গে বা ঠিক পরপরই বা আগে ভুলেও দুধ খাবেন না। বা দুগ্ধজাতীয় কোনও জিনিস খাবেন না। এই দুটো খাবার একসঙ্গে খেলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে।
4
6
দুধের আরেকটি জিনিস, দই, এটিও মুলোর পরোটার সঙ্গে খাওয়া উচিত নয়। দই এবং মুলোর পরোটা একসঙ্গে খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। গ্যাস হতে পারে।
5
6
মুলোর পরোটার সঙ্গে করলা খাবেন না। এই দুটো একসঙ্গে খেলে আপনার হজম প্রক্রিয়ায় সমস্যা তো হবেই, একই সঙ্গে আপনার শ্বাসনালীতে সমস্যা দেখা দিতে পারে। যাঁদের শ্বাসকষ্ট রয়েছে, তাঁরা ভুলেও এই দুই খাবার একসঙ্গে খাবেন না।
6
6
কমলালেবু খেয়ে উঠে বা খাওয়ার পরপরই মুলোর পরোটা খাওয়া এড়িয়ে চলুন। দুটো খাবারই অ্যাসিডিক।এই দুই খাবার একসঙ্গে খেলে গলা ব্যথা থেকে শুরু করে কাশি, জ্বর হতে পারে।