মিউচুয়াল ফান্ডে যদি নিয়ম মেনে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল রিটার্ন পেতে পারেন। এই টাকা আপনি প্রতি মাসে, তিন মাস অন্তর বা বছরে একবারও দিতে পারেন।
2
8
এসআইপিতে বিনিয়োগ একটি অভ্যাস। যদি দীর্ঘসময় ধরে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল রিটার্ন আসবেই।
3
8
এসআইপি-তে বিনিয়োগ শুরু করতে পারেন ৫০০ টাকা থেকে। সেবি সম্প্রতি ২৫০ টাকার এসআইপি বিনিয়োগ নিয়েও একটি প্রস্তাব দিয়েছে।
4
8
নিজের অর্থ বৃদ্ধির বিষয়টি অতি সামান্য মূল্য থেকেই শুরু করতে পারেন। যদি সঠিকভাবে পরিকল্পনা করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে নিজের ভবিষ্যতকে নিশ্চিত করতে পারেন।
5
8
যদি মাসে ৩২৫০ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে ১ কোটি টাকা পেতে আপনার সময় লাগবে ৩০ বছর।
6
8
মাসে বিনিয়োগ করবেন ৩২৫০ টাকা। সময় লাগবে ৩০ বছর। বিনিয়োগের পরিমান হবে ১১ লাখ ৭০ হাজার টাকা। মোট ভ্যালু হবে ১ কোটি ১৩ হাজার ১৬৩ টাকা।
7
8
এই টাকা পাবেন ১২ শতাংশ সুদের হিসেব করে। যদি ৩০ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করতে পারেন তাহলে ৬০ বছরেই আপনি হতে পারবেন কোটিপতি।
8
8
তবে একটা বিষয় মনে রাখবেন বিনিয়োগের আগে সমস্ত দিক ভাল করে যাচাই করে নেবেন। যদি আপনার কোনও ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।