ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিস। পাকিস্তানের দুই কিংবদন্তি বোলার। তাঁদের জন্যই কিন্তু নায়ক হতে পারেননি আরেক পাক বোলার। কে তিনি?
2
10
তিনি আকিব জাভেদ। তাঁর প্রেমকাহিনি শচীন তেণ্ডুলকরের মতোই। চলুন জেনে নেওয়া যাক আকিবের জীবনের গল্প।
3
10
পাকিস্তানের হয়ে ১৫০-এর বেশি ওয়ানডে খেলেছেন আকিব জাভেদ। একসময়ে পাকিস্তানের বোলিংকে নেতৃত্ব দিতে তিনি। বহু ম্যাচে তিনি পাকিস্তানকে জয় এনে দিয়েছেন।
4
10
কিন্তু ওয়াকার ইউনিস ও ওয়াসিম আক্রমের মতো বোলারের উপস্থিতির জন্য আকিব জাভেদ ঢাকা পড়ে যান। ১২ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটেছিল আকিবের।
5
10
সান্ধু জাট পরিবারে জন্ম আকিবের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর অভিযেক ঘটে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে আকিবের আবির্ভাব পাঁচদিনের ফরম্যাটে। তখন তাঁর বয়স ১৬ বছর ১৮৯ দিন। পাকিস্তানের হয়ে ২২টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে ম্যাচে খেলেন আকিব। ১০ বছরের ক্রিকেট কেরিয়ার তাঁর। টেস্ট ৫৪টি উইকেট। ওয়ানডেতে ১৮২টি উইকেটের মালিক আকিব। ২৬ বছর বয়সে শেষ ওয়ানডে খেলেন তিনি।
6
10
আকিবের স্ত্রীর নাম ফরজানা। প্রথম দর্শনেই প্রেম। পরে বিয়ে। টরোন্টোতে ভারতের বিরুদ্ধে সাহারা কাপ খেলার সময়ে ফরজানাকে প্রথম দেখেন টরোন্টোর পাকিস্তানি দূতাবাসে।
7
10
তাঁর প্রেম কাহিনির সঙ্গে শচীন তেণ্ডুলকরের লাভ স্টোরির মিল রয়েছে। প্রথম দর্শনেই প্রেম। পরে ফরজানাকে প্রস্তাব দেন আকিব। পাক তারকার প্রস্তাবে সাড়া দেন পরজানা। আকিবের বিয়ে নিয়ে সমস্যা ছিল। পাঠান পরিবারের মেয়ে ফরজানা। নিজেদের বিয়ে নিয়ে কথা বলা নিষিদ্ধ ছিল তাঁদের। আকিব আবার পাঠান নন। কিন্তু ক্রিকেটার হওয়ায় সুবিধা পান আকিব। ফরজানার বাবা ছিলেন ক্রিকেট ভক্ত। তিনি জানতে পারেন, আকিব পাকিস্তানের ক্রিকেটার। মেয়ের বিয়েতে রাজি হয়ে যান তিনি।
8
10
পাকিস্তানের বিখ্যাত সঙ্গীত শিল্পী আদিল বুর্কির বোন ফরজানা। লাহোরে বেড়ে ওঠেন ফরজানা। পাকিস্তান ও কানাডায় নিজের শিক্ষার পাঠ চোকান ফরজানা। উর্দু ও ইংরেজি খবরের কাগজে সাংবাদিক হিসেবে কাজ করেন ফরজানা। তিনি আবার জনপ্রিয় টিভি ব্যক্তিত্বও।
9
10
ফরজানা কবিতা লেখেন। ২০০৮ সালে তাঁর প্রথম বই প্রকাশিত হয়। ইংরেজি নভেলও প্রকাশিত হয় ফরজানার।
10
10
নব্বইয়ের দশকে ওয়ান ডে ক্রিকেটে তিনি ছিলেন ভারতীয় ব্যাটিংয়ের ত্রাস। ভারতের বিরুদ্ধে ৩৯টি ওয়ানডে থেকে ৫৪ উইকেট নেন আকিব। ৬টির মধ্যে ৪বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ভারতের বিরুদ্ধে। ১৯ বছর ৮১ দিন বয়সে ভারতের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন তিনি। উইলস ট্রফির ফাইনালে ৩৭ রানে সাত উইকেট নিয়ে ভারতকে ভেঙেছিলেন শারজায়।