আজকাল ওয়েবডেস্কঃ সময়ের সঙ্গে বদল এসেছে জীবনযাপনে। যার হাত ধরে অল্প বয়সেই শরীরে থাবা বসাচ্ছে একাধিক ক্রনিক অসুখ। যার মধ্যে অন্যতম ফ্যাটি লিভার সহ লিভারের আরও অনেক সমস্যা। লিভার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা খাবার হজম থেকে শুরু করে শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণের মতো গুরুত্বপূর্ণ কাজ করে। তাই লিভারের স্বাস্থ্যের দিকে প্রথম থেকে নজর দেওয়া জরুরি।
2
7
সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী, বর্তমানে প্রায় ৪০ শতাংশ ভারতীয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে ভুগছেন। আর এই রোগের হাত ধরে শরীরে বাসা বাঁধতে পারে লিভার সিরোসিসের মতো মারণ ব্যাধি। তাই প্রাথমিক পর্যায় রোগ শনাক্ত করা জরুরি। লিভারের সমস্যার কয়েকটি লক্ষণ প্রাথমিকভাবে শরীরে দেখা দেয়। জেনে নেওয়া যাক সেই বিষয়ে-
3
7
ক্লান্তিভাবঃ সারা রাত পর্যাপ্ত ঘুমের পরেও ক্লান্ত বোধ করেন? তাহলে তা লিভারের অসুখের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে একটি হতে পারে। লিভার ভালভাবে কাজ না করলে রক্ত থেকে বিষাক্ত পদার্থ সঠিকভাবে ফিল্টার করতে পারে না। এই বিষাক্ত পদার্থ জমা হওয়ার ফলেই রোগী দুর্বল এবং ক্লান্ত বোধ করেন।
4
7
খিদে কমে যাওয়া বা ঘন ঘন বমি বমি ভাবঃ যদি আপনার ক্রমাগত খিদে না পায় বা কোনও স্পষ্ট কারণ ছাড়াই বমি বমি ভাব হয়, তাহলে সেটি লিভারের সমস্যার কারণে হতে পারে।
5
7
পেটে ব্যথা বা অস্বস্তিঃ লিভারের হাল ঠিক না থাকলে পেটে ব্যথা হতে পারে, বিশেষ করে তলপেটে তীব্র ব্যথা ফ্যাটি লিভারের লক্ষণ। এক্ষেত্রে বেশিরভাগ সময়ে পেটের ডান দিকে ব্যথা হয়। যদি পেটের ডানদিকের উপরে ব্যথা অথবা শক্তভাব লক্ষ্য করেন, যা চিকিৎসা পরিভাষায় ডান 'হাইপোকন্ড্রিয়াক রিজিওন' নামে পরিচিত, তাহলে তা লিভারের প্রদাহের ইঙ্গিত দিতে পারে।
6
7
ত্বকে চুলকানিঃ লিভারের সমস্যা ত্বকেও দেখা দিতে পারে। লিভারের কোনও রোগ হলে ত্বকে চুলকানি, অস্বস্তি হতে পারে। রাতে এমন লক্ষণ দেখা দিলে সতর্ক হন।
7
7
পা ও গোড়ালি ফুলে যাওয়াঃ পা এবং গোড়ালিতে ফোলাভাব ইঙ্গিত দিতে পারে যে আপনার লিভার সঠিকভাবে কাজ করছে না। আসলে লিভার এমন প্রোটিন তৈরি করে যা রক্তনালীতে তরল রাখতে সাহায্য করে। তাই যখন এটি ক্ষতিগ্রস্ত হয়, তখন তরল পার্শ্ববর্তী টিস্যুতে প্রবেশ করে, যার ফলে ফোলাভাব হয়। এই অবস্থাকে চিকিৎসার পরিভাষায় এডিমা বলা হয়।