সুরাপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ। কর্ণাটকে এক ধাক্কায় বেড়ে যেতে পারে মদের দাম। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
2
6
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া আগামী অর্থবর্ষের জন্য আবগারি কর আদায়ের লক্ষ্যমাত্রা ৪০,০০০ কোটি টাকা নির্ধারণ করার কথা বলেছেন। আগের অর্থবর্ষে সে রাজ্যে আবগারি কর আদায় হয়েছিল ৩৬,৫০০ কোটি টাকা।
3
6
একই সঙ্গে সূত্রের খবর, তিনি অন্যান্য রাজ্যের মদের দামের সঙ্গে তুলনা করে সে রাজ্যের মদের দাম পর্যালোচনা করার কথা বলেছেন।
4
6
তাঁর এই কথার প্রেক্ষিতে মনে করা হচ্ছে, আগামী অর্থবর্ষে, ২০২৫-২৬-এ সে রাজ্যে এক ধাক্কায় বাড়বে মদের নাম।
5
6
এর আগে জানুয়ারি মাসেই সে রাজ্যে বেড়েছে বিয়ারের দাম। তাতে বিয়ারপ্রেমীরা বড় ধাক্কা পেয়েছেন। আচমকা বিয়ারের দাম বাড়ার কারণে, সেই সময়ে কর্ণাটকে বিয়ারের বিক্রিও কমেছিল বেশকিছুটা।
6
6
বেশকিছুটা। তার মাঝেই সে রাজ্যে আরও মদের দাম বাড়তে পারে বলে খবর সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে।