বিশ্বে প্রতিদিনই বদলে যাচ্ছে পরিবেশ। সেইমতো বদলে যাচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা। এখানেই সবথেকে বেশি চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা।
2
9
সাধারণত প্রশান্ত মহাসাগরের দিক থেকে যে শীতল বায়ু প্রবাহিত হয় তার ওপরেই নির্ভর করে থাকে বিশ্বের বেশিরভাগ দেশের তাপমাত্রা।
3
9
সেদিক থেকে দেখতে হলে মার্কিন দেশে এখন যে শীতের প্রভাব রয়েছে তার জন্য দায়ী এই লা নিনা। যদিও বিশ্বের বাকি দেশে এর বিশেষ প্রভাব পড়েনি।
4
9
চলতি বছরের বেশি বৃষ্টি দেখেছে সকলেই। সেখান থেকে দেখতে হলে শীতের দাপটও কিছু কম ছিল না। তবে জানুয়ারি মাসের শেষ থেকেই কমছে শীতের কামড়।
5
9
এই পরিস্থিতির জন্য লা নিনা অনেকটা দায়ী বলেই মনে করা হচ্ছে। সেদিক থেকে দেখতে হলে চলতি বছরে গরম আগেই পড়ে যেতে পারে।
6
9
ভারতবর্ষের পরিবেশ থেকে যদি বিচার করা হয় তাহলে দেখা যায় দোল পর্যন্ত হাল্কা শীতের পরশ থাকে। তবে সেখানে এবার ঘাটতি হতে পারে।
7
9
আবহবিদরা মনে করছেন এবারের শীত হয়তো সময়ের আগেই বিদায় নিতে পারে। সেখানে দোলের আগেই হয়তো গরম দেখা যাবে।
8
9
প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ দেশেই এখন হালকা শীত রয়েছে। এই তালিকায় ব্যতিক্রম রয়েছে আমেরিকা। সেদিক থেকে দেখতে হলে সেখানকার পরিবেশও নজরে রয়েছে সকলের।
9
9
তবে লা নিনা যে খেলাই দেখাক না কেন চলতি বছরে গরম থেকে দ্রুত পড়বে সেকথা বলাই যায়। ফলে শীত দীর্ঘস্থায়ী হওয়ার যে দিকটি মনে করা হয়েছিল সেখান থেকে সরে আসতেই হবে।