একে অপরকে হুমকি দেওয়া শুরু। রাত পোহালেই শিল্ড ফাইনালে ডার্বি।
2
6
ডুরান্ডে হারতে হয়েছিল। কিন্তু এবার বাগান অধিনায়ক শুভাশিস বোসের হুঙ্কার, ‘সমর্থকদের জন্য ট্রফি জিতবই।’
3
6
শুক্রবার সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেছেন, ‘সমর্থকদের খুশি করার জন্য ম্যাচটা জিততেই হবে। কোনও ভুলচুকের জায়গা নেই। আমি চাই সমর্থকরা আসুক। কারণ ডার্বিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সমর্থন। ইস্টবেঙ্গল সমর্থকরা তাদের পাশে আছে। আমাদের শুধু ডার্বি জিততে ৯০ মিনিট সমর্থন করুন। আমরা আগের ডার্বিটা হেরেছি। এখন আমাদের কাছে সুযোগ আছে ম্যাচ জিতে নিজেদের প্রমাণ করার। আমরা যে ভাল দল, সেটা প্রমাণ করতে হবে। আর সমর্থকরা পাশে থাকলে সেটা সম্ভব হবে।’
4
6
তবে ডার্বিতে সম্ভবত নেই মনবীর। ম্যাচ ফিট নন তিনি। তবে মোলিনা তা নিয়ে ভাবছেন না।
5
6
যাঁরা আছে, তাঁদের নিয়েই বাজিমাত করতে চান মোলিনা। আর শুভাশিসের হুঙ্কার, ‘আর একটা সুযোগ পেয়েছি। সমর্থকরা মাঠে আসুন। ডার্বি জিততেই মাঠে নামব।’