শনিবার কলকাতা ডার্বি। শিল্ড ফাইনালে আমনে সামনে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
2
5
মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে এই লাল হলুদের কাছেই হেরে গিয়েছিল সবুজ মেরুন। কে জানত অল্প কিছুদিনের মধ্যেই বদলা নেওয়ার সুযোগ আসবে!
3
5
বদলা নেওয়া যাবে? শনিবার যুবভারতীতে খেলা শুরু সন্ধে ৬টায়। জাতীয় শিবির থেকে ফুটবলাররা ফিরে এসেছেন।
4
5
কোচ মোলিনা বলেছেন, ‘আমরা জানি সমর্থকরা খুশি নয়। ফুটবলাররা ইরান যেতে চায়নি। আমার কোনও সমস্যা ছিল না। এখন জিতলেই সমর্থকরা খুশি হবে। সেটাই ফুটবলারদের বোঝাচ্ছি।’
5
5
গ্রুপের দুটো ম্যাচেই সহজ জয়। ইস্টবেঙ্গলও তাই। সেরা দুই দলই ফাইনালে নামছে।