অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে ভারতীয় দল। আগামী ১৯ অক্টোবর পার্থে সিরিজের প্রথম ম্যাচ। কঠিন সফরে কেমন হতে পারে ভারতীয় দলের প্রথম একাদশ? দেখে নেওয়া যাক একনজরে।
2
12
দলে সবার আগে নাম রয়েছে নবনিযুক্ত অধিনায়ক শুভমান গিলের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তিনি প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন।
3
12
পরের নাম অবশ্যই রোহিত শর্মার। অধিনায়ক পদ থেকে সরে গিয়ে দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরছেন তিনি। গতবারের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অ্যাটাকিং মোডে দেখা গিয়েছে হিটম্যানকে। এবার কী হয় সেদিকে নজর রয়েছে।
4
12
সাত মাস পর ভারতীয় দলে ফিরেছেন আর এক তারকা বিরাট কোহলিও। শেষবার তিনি খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর আইপিএল জিতেছেন, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দীর্ঘ সময় পরিবারের সঙ্গে লন্ডনে কাটিয়ে ফিরেছেন ভারতীয় দলে।
5
12
চার নম্বরে নামা শ্রেয়স আইয়ারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্যত রেড হট ফর্মে দেখা গিয়েছিল। ২০২৩ সালের বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছিলেন। দীর্ঘ সময় পর ফিরছেন তিনি। পাশাপাশি, এবার সহ-অধিনায়কের ভূমিকাও পালন করবেন তিনি।
6
12
নিজের ফর্মের তুঙ্গে রয়েছেন কেএল রাহুল। ওপেন হোক কী মিডল অর্ডার ভারতীয় দলে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে। অস্ট্রেলিয়া সফরে তাঁকে উইকেটের পিছনে দেখা যাবে।
7
12
একদিনের ক্রিকেটে নীল জার্সিতে এবার অভিষেক হতে পারে নীতীশ কুমার রেড্ডির। হার্দিক চোটের কারণে ছিটকে যাওয়ার সুযোগ পেয়েছেন নীতীশ। বর্ডার গাভাসকার ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এবারেও ব্যাট এবং বল হাতে ঝলক দেখানোর সুযোগ থাকবে তাঁর কাছে।
8
12
রবীন্দ্র জাদেজা সুযোগ পাননি। তাঁর ভূমিকা পালন করতে দেখা যেতে পারে ওয়াশিংটন সুন্দরকে। ব্যাট এবং বল হাতে সম্প্রতি ভাইটাল রোল প্লে করেছেন তিনি। স্পিনিং অল রাউন্ডারের ক্ষেত্রে প্রথম চয়েস হতে পারেন তিনি।
9
12
গত বিশ্বকাপ থেকেই ভারতের ফার্স্ট চয়েস স্পিনার কুলদীপ যাদব। টি-টোয়েন্টি এবং ওয়ান-ডে তো বটেই সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্টে সুযোগ পেয়েও বল হাতে কেরামতি দেখিয়েছেন তিনি। তাঁকে প্রথম একাদশে রাখা নিশ্চিত।
10
12
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাননি মহম্মদ সিরাজ। তবে অস্ট্রেলিয়া সিরিজে টিমে তাঁর জায়গা কার্যত পাকা। পেস বোলিংয়ে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে ভারতীয় দলের।
11
12
যশপ্রীত বুমরা না থাকায় জায়গা পেতে পারেন অর্শদীপ সিং। টি-টোয়েন্টির পর একদিনের ক্রিকেটে দেখা যেতে পারে তাঁকে। একদিকে যেমন নতুন বল হাতে তিনি কার্যকরী তেমনই ডেথ ওভারে ইয়র্কার দিতেও সিদ্ধহস্ত।
12
12
বর্ডার গাভাসকার ট্রফিতে যেটুকু সুযোগ পেয়েছিলেন তাতে ভাল পারফর্ম করেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। বর্তমানে ভারতীয় ক্রিকেটে অন্যতম লম্বা পেস বোলার তিনি। মিডল ওভারে আচমকা বাউন্সে উইকেট তুলতে কাজে লাগতে পারেন তিনি।