দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কা সংলগ্ন এলাকায় ঘনীভূত নিম্নচাপ মঙ্গলবার সকাল পর্যন্ত কোমোরিয়ান এলাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
2
6
আগামী ২৪ ঘণ্টায় এটির ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২২ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
3
6
পরবর্তীতে নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ৪৮ ঘণ্টায় আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা। জানা গিয়েছে, নিম্নচাপ অঞ্চলে সারাদিনই শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে।
4
6
আবহাওয়ার এই পরিস্থিতিতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এক বা দুই জায়গায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে সামগ্রিকভাবে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হয়নি।
5
6
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বা উল্লেখযোগ্য স্বাভাবিকের নিচে ছিল। উত্তরবঙ্গের সাব–হিমালয়ান অঞ্চলের এক-দু’টি স্থানে স্বাভাবিকের নিচে এবং এক-দু’টি স্থানে স্বাভাবিকের ওপরে ছিল। বাকি জায়গায় তাপমাত্রা ছিল স্বাভাবিক।
6
6
মঙ্গলবার দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে ন্যূনতম তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি এলাকায় দার্জিলিংয়ের তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।