মৌসম ভবন সূত্রে খবর, দু'টি ঘূর্ণিঝড়ের জেরে উত্তর থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে আগামী ১৫ মার্চ পর্যন্ত দুর্যোগের ঘনঘটা থাকবে।
3
8
একটি ঘূর্ণিঝড় ইরাকে তৈরি হয়ে, ক্রমেই উত্তর ভারতের পার্বত্য এলাকায় এগিয়ে আসছে। আরও একটি ঘূর্ণিঝড় বাংলাদেশে তৈরি হবে। যার দাপটে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে।
4
8
আগামী ১৫ মার্চ পর্যন্ত জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগেভাগেই জারি করা হয়েছে সতর্কতা।
5
8
পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানায় বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে রাজস্থানেও। মার্চের শুরুতে একটানা বৃষ্টির জেরে তীব্র গরমের হাত থেকে রেহাই পাবেন সাধারণ মানুষ।
6
8
ঘূর্ণিঝড়ের দাপটে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ও বিহারেও। চলতি সপ্তাহেই দুই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
8
অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরায় আজ থেকে ১৫ মার্চ পর্যন্ত তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই আগামী তিনদিন অরুণাচল প্রদেশে ভারী তুষারপাতের পূর্বাভাস রয়েছে।
8
8
আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত তামিলনাড়ু, কেরল ও মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই জানিয়েছে, বৃষ্টির দাপট বাড়লে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হতে পারে।