মার্চের দ্বিতীয় সপ্তাহে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। জেলায় জেলায় গলদঘর্ম দশা সাধারণ মানুষের। চড়া রোদে রীতিমতো তীব্র গরম অনুভূত হচ্ছে শহরেও। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে। দোলে মনোরম আবহাওয়া থাকবে না দক্ষিণবঙ্গে।
2
8
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দোলে তুমুল দুর্যোগের আশঙ্কা। সপ্তাহ জুড়ে একটানা বৃষ্টির সম্ভাবনা। জারি করা হল সতর্কতাও।
3
8
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস।
4
8
চলতি সপ্তাহে তাপমাত্রা অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। গরমে পুড়বে প্রায় সব জেলাই। আগামী পাঁচদিনে আরও বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা।
5
8
দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা আরও তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে দু'-চার ডিগ্রি সেলসিয়াস। কোনও জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
6
8
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তাপমাত্রার পারদ চড়বে। উত্তরের সব জেলায় তাপমাত্রা দু'-চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
7
8
আজ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামিকাল, মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
8
8
বৃহস্পতিবারেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে শুক্রবার পর্যন্ত।