চেনা ছন্দে বর্ষা। শ্রাবণের শুরু থেকেই বৃষ্টির দাপট বাড়ল দেশজুড়ে। রাজ্যে রাজ্যে চরম ভোগান্তির চিত্র প্রকাশ্যে। রোদের দেখা নেই টানা কয়েকদিন। দফায় দফায় বৃষ্টিতে নাজেহাল দশা শহর থেকে গ্রামে।
2
8
টানা প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন শহর, গ্রাম। মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বান, ভূমিধসের জেরে পাহাড়ি রাজ্যগুলিও বিধ্বস্ত। প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটায় জারি মৃত্যুমিছিল। এই পরিস্থিতিতে দুর্ভোগ আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে।
3
8
মৌসম ভবন জানিয়েছে, আজ, মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজস্থান, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরের কয়েকটি এলাকায়। এই রাজ্যগুলিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
4
8
আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লি ও সংলগ্ন এলাকায়। জারি রয়েছে হলুদ সর্তকতা। চলতি সপ্তাহ জুড়ে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির দাপট জারি থাকবে।
5
8
আজ থেকে ২০ জুলাই পর্যন্ত মধ্যপ্রদেশের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ওড়িশাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামিকাল ছত্তিশগড় ও বিহারে ভারী বৃষ্টি হতে পারে।
6
8
আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে সতর্কতা। আগামী সাতদিন পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
8
উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী সাতদিন বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ও বুধবার অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
8
8
আজ থেকে ১৯ জুলাই পর্যন্ত তামিলনাড়ু এবং ২০ জুলাই পর্যন্ত কেরল, মাহে, কর্ণাটকে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ এবং ইয়ানামে সপ্তাহান্তে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।