জুনের শুরুতে তীব্র দাবদাহ থেকে স্বস্তি রাজ্যে রাজ্যে। পাশাপাশি একাধিক রাজ্যে আরও ভোগান্তি বাড়বে। ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস একাধিক রাজ্যে। যার জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
2
6
গত মাসের শেষ সপ্তাহে তুমুল দুর্যোগের জেরে বন্যা পরিস্থিতি, ধসের কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে একাধিক রাজ্যে। জুনের প্রথম সপ্তাহেও দুর্যোগের ঘনঘটা জারি।
3
6
মঙ্গলবার মৌসম ভবন জানিয়েছে, আজ ১১টি রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে। এই রাজ্যগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে।
4
6
আজ অসম, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে ঘণ্টায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
5
6
এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই রাজ্যগুলিতে আগামিকাল, বুধবারেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
6
গত কয়েকদিনের তুমুল বৃষ্টিতে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগামী সাতদিন উত্তর-পূর্বের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সব রাজ্যেই বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে সতর্কতা।