ডিসেম্বরের শেষে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা বাংলায়। দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গেও হাড়কাঁপানো ঠান্ডার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার একাধিক স্থানে মঙ্গলবার সকাল থেকে কুয়াশা দেখা গেছে।
2
6
দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্কই ছিল মঙ্গলবার। তবে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমবঙ্গের কিছু স্থানে উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে পুরো অঞ্চলে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হয়নি।
3
6
দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থেকে উল্লেখযোগ্যভাবে কম ছিল। উত্তরবঙ্গের এক–দুটি স্থানে স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি জায়গায় স্বাভাবিক সীমার মধ্যেই ছিল।
4
6
দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে এদিন শ্রীনিকেতনে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গের সমতলে আলিপুরদুয়ারে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য এলাকায় দার্জিলিংয়ে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
5
6
আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল।
6
6
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু'দিনে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই চার জেলায় দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকতে পারে।