১৭৪বছরে এমন ঝড় দেখা যায়নি। শতাব্দীর সব রেকর্ড ভেঙে ক্যাটাগরি-৫ হারিকেনের আঘাত, আর তার প্রভাবেই এক প্রকার তছনছ জামাইকা।
2
10
বুধবার কিউবাতে আছড়ে পড়ে ভয়াবহ এই ঝড়। ইতিমধ্যে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। বিধ্বস্ত বিস্তীর্ণ এলাকা।
3
10
মেলিসা ১৭৪ বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন হলেও, এই প্রথম নয়, এর আগেও, আটলান্টিকের উপর দিয়ে, বারেবারে বিরাট ঝড় বয়ে গিয়েছে-
4
10
হারিকেন অ্যালেন: বাতাসের গতির দিক থেকে সবচেয়ে শক্তিশালী আটলান্টিক ঝড়। ১৯৮০ সালে টেক্সাসে হারিকেন অ্যালেন আঘাত হানার আগে হাইতিতে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তা থেকেই স্পষ্ট ঝড়ের ভয়াবহতা। এই হারিকেন-এর সময় বাতাসের গতি ছিল ১৯০ মাইল প্রতি ঘণ্টা (৩০৫ কিলোমিটার) ।
5
10
হারিকেন মেলিসা: মঙ্গলবার জ্যামাইকার উপকূলে আঘাত হানে এই ঝড়। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আটলান্টিক ঘূর্ণিঝড়গুলির মধ্যে একটি। এর ১৮৫ মাইল প্রতি ঘণ্টা (২৯৫ কিলোমিটার) বেগে বাতাস স্থলভাগে আঘাত হানে। এর আগে কোনও ঝড় এই গতি নিয়ে স্থলভাগে আঘাত হানেনি।।
6
10
হারিকেন ডোরিয়ান: বাহামায় আঘাত হানার রেকর্ডে সবচেয়ে তীব্র ঘূর্ণিঝড়, ২০১৯ সালে ১৮৫ মাইল প্রতি ঘণ্টা (২৯৫ কিলোমিটার) বেগে বাতাস বয়ে যাওয়া ঝড়ে ৭০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল।
7
10
হারিকেন উইলমা: ২০০৫ সালে হারিকেন উইলিমার প্রভাব দেখা যায়। বাতাসের বেগ ছিল ১৮৫ মাইল (২৯৫ কিলোমিটার)প্রতি ঘণ্টা। এটি মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আঘাত হানার আগে দক্ষিণ ফ্লোরিডায় আঘাত হানে।
8
10
হারিকেন গিলবার্ট: হারিকেন গিলবার্ট প্রথম জ্যামাইকায় স্থলভাগে আঘাত হানে এবং ১৯৮৮ সালে। ক্যারিবীয় অঞ্চল ভেদ করে মেক্সিকোতে আঘাত হানে, সেখানে অন্তত ২০০ জনের মৃত্যু হয়।
9
10
হারিকেন মিল্টন: হারিকেন হেলিনের কয়েক সপ্তাহ পরে, এই ঝড়টি গত অক্টোবরে ফ্লোরিডার উপসাগরীয় উপকূল পেরিয়ে বিস্তীর্ণ০ স্থলভাগে আঘাত হানে।
10
10
হারিকেন ইরমা: ১৮০ মাইল (২৯০ কিলোমিটার) বেগে বাতাস বইতে থাকা ঝড়টি পুয়ের্তো রিকো জুড়ে আনুমানিক ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি করেছিল ২০১৭ সালে। সেই সময় অন্তত ১০ লক্ষের বেশি মানুষ এক সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিলেন।