ভারত-পাকিস্তানের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। এই সময় নিজের মোবাইলে যদি সঠিক সময় অ্যালার্ট পেয়ে যান তাহলে তার থেকে ভাল আর কিছুই হতে পারে না।
2
8
বর্তমান সময়ে আমাদের হাতে আইফোন এবং অ্যানড্রয়েড ফোন থাকে। কীভাবে সরকারি এমার্জেন্সি অ্যালার্ট পাবেন দেখে নিন।
3
8
সাধারণত ভূমিকম্প, বন্যা, জঙ্গি হানা বা কোনও জাতীয় নিরাপত্তার বিষয় হলে অনেক সময় ফোনে নিজে থেকেই এমার্জেন্সি অ্যালার্ট আসে। তবে যদি কোনও ফোনে এই অ্যালার্ট না আসে তাহলে তারা অতি সহজ কয়েকটি নিয়ম মানলেই সহজেই আসবে এই অ্যালার্ট।
4
8
অ্যানড্রয়েড ফোন: নিজের ফোনের সেটিংস অ্যাপে যান। সেখানে সেফটি অ্যান্ড এমার্জেন্সিতে ক্লিক করুন।
5
8
অ্যানড্রয়েড ফোন: যদি না থাকে তাহলে এমার্জেন্সি অ্যালার্ট সার্চ করুন। এরপর ওয়ারলেস এমার্জেন্সি অ্যালার্ট সিলেক্ট করুন। এরপরই সমস্ত অ্যালার্ট আপনার ফোনে আপনি পেতে থাকবেন।
6
8
আইফোন: যাদের আইফোন রয়েছে তারা নিজের সেটিংস অ্যাপে চলে যান। সেখানে গিয়ে একেবারে নিচের দিকে গভর্নমেন্ট অ্যালার্ট বেছে নিন। এরপর সেটি ক্লিক করলেই সহজে আপনার ফোনে চলে আসবে এমার্জেন্সি অ্যালার্ট।
7
8
নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্তে সেনা মোতায়েনের সংখ্যা যে বৃদ্ধি করছে পাকিস্তান তা যৌথ সাংবাদিক বৈঠকে জানিয়েছে ভারতীয় সেনা এবং সরকার। বিদেশ মন্ত্রক এবং সেনার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের আক্রমণ জারি রয়েছে।
8
8
ভারতীয় সেনাঘাঁটিগুলিকে এখন নিশানা করা হচ্ছে। ড্রোন এবং অন্যান্য মাধ্যমে গোলাবর্ষণ চলছে। অধিকাংশ হামলাই ভারত নিষ্ক্রিয় করেছে। আদমপুর, উধমপুর, ভাতিন্ডার মতো কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে।