আজকাল বিনিয়োগকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেসমেন্ট প্ল্যান। প্রতি মাসে অল্প পরিমাণে বিনিয়োগ করে, দীর্ঘমেয়াদে একটি ভাল তহবিল তৈরি করা যেতে পারে এর মাধ্যমে। এসআইপি-র সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল- এতে আপনি নিয়মিত ইকুইটি ও ডেট উভয় তহবিলেই বিনিয়োগ করতে পারবেন। এতে চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকে।
2
7
চক্রবৃদ্ধি হল এমন একটি প্রক্রিয়া যেখানে আপনার বিনিয়োগ রিটার্ন অর্জন করে এবং সেই রিটার্নগুলি, পরিবর্তে আরও রিটার্ন তৈরি করে। আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন, সময়ের সঙ্গে সঙ্গে চক্রবৃদ্ধি প্রভাব তত বেশি হবে, যার ফলে উল্লেখযোগ্য সম্পদ সৃষ্টি হবে।
3
7
এসআইপি যত দ্রুত শুরু করা যায় ততই লাভ বেশি। অর্থাৎ কেই ২০ বছর বয়সে এসআইপি শুরু করলে তার রিটার্ন আসবে আনেক বেশি। মাসিক বিনিয়োগ একই থাকলে আপনার অর্থ বৃদ্ধি পেতে যত বেশি সময় লাগবে, চক্রবৃদ্ধি প্রভাব তত বেশি হবে।
4
7
দেখে নেওয়া যাক, এসআইপি-তে প্রতি মাসে ৫ হাজার টাকা করে বিনিয়োগ করে ৮৫ লক্ষ টাকার তহবিলে লক্ষ্যমাত্রায় অনুমিত বার্ষিক রিটার্ন ধরা হয়েছে ১২ শতাংশ।
5
7
৫০০০ টাকার এসআইপি ৮৫ লক্ষ টাকায় পৌঁছাতে কত সময় লাগবে? প্রতি মাসে ৫,০০০ টাকা বিনিয়োগ করে ৮৫ লক্ষ টাকার তহবিল তৈরি করতে প্রায় ২৫ বছর সময় লাগবে।
6
7
৫,০০০ টাকার এসআইপি ১৫ বছরে কত বৃদ্ধি পেতে পারে? মোট বিনিয়োগ: ৯,০০,০০০ টাকা, মূলধন লাভ: ১৪,৭৯,৬৫৭ টাকা, আনুমানিক তহবিল: ২৩,৭৯,৬৫৭ টাকা।
7
7
৫,০০০ টাকার এসআইপি ২৫ বছরে কত বৃদ্ধি পেতে পারে? মোট বিনিয়োগ: ১৫,০০,০০০ টাকা, মূলধন লাভ: ৭০,১১,০৩৩ টাকা, আনুমানিক তহবিল: ৮৫,১১,০৩৩ টাকা।