আজ শুক্রবার, ৫ ডিসেম্বর পৌষ মাসের কৃষ্ণ পক্ষের প্রতিপদ। এদিন চন্দ্র তার উচ্চ রাশি কর্কট রাশিতে গমন করবে, অন্যদিকে বৃহস্পতি কর্কট রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, ফলে সুনাফা যোগ তৈরি হবে।
2
10
আজ চন্দ্র ও মঙ্গলের মধ্যে সমাসপ্তক যোগের গঠনও ধন যোগের সৃষ্টি করবে। সঙ্গে রোহিণী নক্ষত্রের শুভ সংযোগ সিদ্ধ ও সাধ্য যোগের জন্ম দেবে।
3
10
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, সুনাফা যোগ সাধারণত অর্থ, সাফল্য ও প্রতিপত্তি বৃদ্ধির ইঙ্গিত দেয়। তাই এই শুভ সংযোগ যাদের কুণ্ডলীতে প্রভাব ফেলবে, তাদের জীবনে বিশেষ ইতিবাচকতা দেখা যাবে।
4
10
এছাড়াও আজ একাধিক শুভ গ্রহগত অবস্থান আশীর্বাদ হয়ে আসবে কয়েকটি রাশির মানুষের জীবনে। পাঁচটি রাশির আর্থিক উন্নতি থেকে শুরু করে কর্মক্ষেত্রে বড় সুযোগ-সবকিছুর সম্ভাবনাই রয়েছে উজ্জ্বল।
5
10
মিথুন: কর্মক্ষেত্রে বাড়বে সম্মান, প্রেমেও মিলতে পারে সুখবর। অফিসে বড় দায়িত্ব বা নতুন প্রোজেক্ট হাতে আসতে পারে। আটকে থাকা কাজ সহজেই সম্পন্ন হবে। পারিবারিক শান্তি বজায় থাকবে। বিবাহযোগ্যদের জন্যও শুভ সংবাদ মিলতে পারে। পুরস্কার, উপহার বা সম্মান পাওয়ার যোগ রয়েছে।
6
10
সিংহ: সিংহ রাশির জাতকদের কর্মজীবনে জোড়া সাফল্য আসতে পারে। পদোন্নতি বা নেতৃত্বের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসায়ীরা লাভজনক সিদ্ধান্ত নিতে পারবেন। রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে সম্মান বাড়তে পারে। প্রেম-দাম্পত্যেও অশান্তি দূর হবে।
7
10
তুলা: তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি আর্থিকভাবে বিশেষ শুভ। কোথাও আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। নতুন কাজ বা প্রোজেক্ট শুরু করার জন্য দিনটি আদর্শ। মিডিয়া, শিক্ষা বা মার্কেটিংয়ের সঙ্গে যুক্তরা অতিরিক্ত সাফল্য পাবেন। সঙ্গীর থেকে বড় উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
8
10
ধনু: ধনু রাশির জন্য শুক্রবারে কর্মজীবনে উন্নতির সোনালি সুযোগ আসতে পারে। পদোন্নতি, বেতন বৃদ্ধি বা দায়িত্ববৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের নতুন লাভজনক চুক্তি মিলতে পারে। আধ্যাত্মিক মানসিকতা বাড়বে। বিবাহযোগ্যদের জন্য ভাল সম্পর্ক আসবে।
9
10
কুম্ভ: আর্থিক উন্নতি ও কর্মজীবনে আলোর দিশা মিলতে পারে। কুম্ভ রাশির জাতকদের আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। অফিসে উচ্চপদস্থদের প্রশংসা মিলবে। শিক্ষার্থী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ।
10
10
৫ ডিসেম্বরের সুনফা যোগ এই পাঁচ রাশির জীবনে সম্ভাবনার নতুন দরজা খুলে দিতে পারে। আর্থিক লাভ, পদোন্নতি ও সম্পর্কের উন্নতি-সবই সম্ভব। তবে জ্যোতিষ বলছে, সৌভাগ্য সঙ্গে থাকলেও পরিশ্রমই সাফল্যের আসল চাবিকাঠি।