সরকার ২০২৫-২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৫) জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) এবং অন্যান্য অনুরূপ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার নাটকীয়ভাবে অপরিবর্তীত রাখল কেন্দ্র। জিপিএফ-এখন সুদের হার ৭.১ শতাংশ, য়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তাকবে। একই সুদ মেলে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে-ও (পিপিএফ)। এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা আরও বাড়াল।
2
7
জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) কী? জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) হল একটি বিশেষ ধরণের প্রভিডেন্ট ফান্ড যা শুধুমাত্র ভারতের কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য উপলব্ধ। সরকারে নিযুক্ত যে কেউ তাঁদের বেতনের একটি নির্দিষ্ট অংশ জিপিএফ-এ জমা রাখতে পারেন।
3
7
একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী অবসর গ্রহণের সময় জমা হওয়া পুরো পরিমাণ এবং তার উপর জমা হওয়া সুদ এককালীনভাবে পান। এই তহবিল হল, বৃদ্ধ বয়সে সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষার সবচেয়ে বড় উৎস।
4
7
অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত জিপিএফ-এর উপর ৭.১% সুদ: অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগ (DEA) স্পষ্ট করে জানিয়েছে যে- ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) এবং অন্যান্য অনুরূপ ভবিষ্য তহবিলের উপর ৭.১% সুদের হার প্রযোজ্য থাকবে। সরকার এই সুদের হারে এবার কোনও পরিবর্তন করেনি।
5
7
জিপিএফ-এর সুদের হার পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এর মতোই। এর অর্থ হল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের অবসরকালীন সঞ্চয়ের উপর ৭.১ শতাংশ নিশ্চিত রিটার্ন পেতে থাকবেন, যা বাজার ঝুঁকি থেকে মুক্ত।
6
7
৭.১ শতাংশ সুদের হার কেবল জিপিএফ-এর ক্ষেত্রেই নয়, বরং আরও বেশ কয়েকটি প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। এই তহবিলের মধ্যে রয়েছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, অল ইন্ডিয়া সার্ভিসেস প্রভিডেন্ট ফান্ড, স্টেট রেলওয়ে প্রভিডেন্ট ফান্ড, ইন্ডিয়ান অর্ডন্যান্স ডিপার্টমেন্ট প্রভিডেন্ট ফান্ড এবং আরও বেশ কয়েকটি সরকারি তহবিল।
7
7
ত্রৈমাসিক পর্যালোচনা: অর্থ মন্ত্রক প্রতি ত্রৈমাসিকে জিপিএফ সুদের হার পর্যালোচনা করে এবং নতুন ত্রৈমাসিকের জন্য সুদের হার ঘোষণা করে।