সোনাতে সুখের মুখ আর দেখা হল না। যেভাবে সকলে আশা করেছিলেন মার্কিন ফেড নীতির পর সোনার দাম খানিকটা হলেও কমবে সেখানে হাতে কিছুই এল না।
2
9
চলতি বছরের তৃতীয় ফেড নীতির দিকেই সকলের চোখ ছিল। তবে বছরের শেষটা হল হতাশা দিয়েই। সোনায় সুফল এল না।
3
9
এমসিএক্স গোল্ড ট্রেড করল ১১৫৯ টাকায়। ফলে সেখানে বাড়ল ১.১২ শতাংশ। বর্তমানে এর মোট দাম হল ১ লাখ ৩৪ হাজার ২৪৩ টাকা।
4
9
এই হার এটাই প্রমাণ যে আগামীদিনে সোনার দাম সহজে আর কমবে না। সেখানে প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি অনেক বেশি পরিমানে সোনা মজুত করতে শুরু করবে।
5
9
বাজার যেভাবে চলছে সেখান থেকে সোনার দাম আর কমবে না। ফেড নীতির দিকেই যেখানে সকলের নজর ছিলে সেখান থেকেই ভাল কিছুই হয়নি। এবার ২০২৬ সালে সোনার দাম কোথায় শুরু এবং কোথায় শেষ হবে সেকথা এখনই আর বলা যাচ্ছে না।
6
9
ফেডের প্রধান জেরম পাওয়াল জানিয়ে দিয়েছেন সোনা নিয়ে তাদের আলাদা চিন্তাভাবনা ছিল। তাই তারা সোনাকে বেশি গুরুত্ব দিয়ে বাজারকে শক্তিশালী করেছেন। এরপর ২০২৬ সালে ফের নতুন ফেড নীতি ঘোষণা করা হবে সেই সময়কার পরিস্থিতি অনুসারে।
7
9
সোনায় বিনিয়োগকারীরা এবার নিশ্চিত মনেই সোনাতে বিনিয়োগ করতে পারবেন। সেখানে তাদের অর্থ আর লোকসানের দিকে যাবে না। লাভের টাকা ঘরে তুলতে পারবেন।
8
9
চলতি বছরে সোনার দাম ইতিমধ্যে ১ লাখ ৩৪ হাজার পার করেছে। এবার আগামী বছরেই এই দাম দেড় লাখ টাকা হবে এমনটাই মনে করা হচ্ছে।
9
9
তবে অনেকে মনে করছেন ২০২৬ সালের শেষে সোনার দাম প্রায় ২ লাখ টাকা হবে। যে হারে বাজারে সোনার চাহিদা রয়েছে সেখানে বিনিয়োগকারীদের প্রধান ভরসা হিসেবে সোনাকেই চিহ্নিত করা হয়েছে।