বুধবার মার্কিন ফেডের ফলাফলের আগে এমসিএক্সে সোনার দাম আগের লেনদেনের তুলনায় বেশি ছিল। এমসিএক্সের সোনার ফিউচার ০.২০% বেড়ে প্রতি ১০ গ্রামে ১,৩০,৩৬৯ টাকায় দাঁড়িয়েছে, যেখানে এমসিএক্সের রুপো প্রতি কেজিতে ১,৯০,২১০ টাকায় দাঁড়িয়েছে।
2
8
সোনার বাজারে যে হারে উত্থান রয়েছে সেখানে মার্কিন ফেড নীতি অনেকটাই নিজের প্রভাব ফেলতে পারে। সেখানে আগামী বছরে সোনার দাম কতটা কমবে তা অনেকটাই নির্ভরশীল থাকবে।
3
8
যেভাবে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনাকে মজুত করেছে সেখানে সোনার দাম ঝড়ের গতিতে বাড়ছে। সোনার পাশাপাশি রুপোর দামও অনেকটা উপরের দিকেই রয়েছে।
4
8
যেভাবে সোনার দাম বাড়ছে তাতে অনেকে সোনার গয়না ছাড়া বিকল্প পথের সন্ধান দিয়েছেন। সেখানে সোনার শেয়ার অনেকটা বেশি কার্যকরী হয়েছে।
5
8
সোনার বিকল্প হিসেবে অনেকে রোপা বা হীরেকে বেছে নিয়েছেন। তবে উৎসবের সময়ে সোনার দাম যে এখন সহজে নামবে না সেকথাও স্পষ্ট।
6
8
সোনার বাজারে জোর ধাক্কা দিতে পারে মার্কিন ফেড নীতি। এর ওপর নির্ভর করে আগামীদিনে গোটা বিশ্বের সোনার দামের ভবিষ্যৎ নির্ভর করবে। সোনা নিয়ে মধ্যবিত্তের মুখে হাসি ফোটাতে পারে এই ফেড নীতিই।
7
8
ভারতের রিজার্ভ ব্যাঙ্কে বর্তমানে যে সোনা মজুত রয়েছে তা আগামীদিনে বাড়বে। পাল্লা দিয়ে বিশ্বের বাকি দেশও সোনাকে মজুত করতে চাইছে। এখান থেকে বোঝা যায় সোনা কীভাবে গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে।
8
8
এর আগে মার্কিন ফেডের জেরে আগস্ট মাসে সোনার দামে বৃদ্ধি ঘটে। সেখান থেকে সোনা আর পিছনে ফিরে তাকায়নি। এবার ডিসেম্বরের ফেড নীতির দিকে সকলের নজর রয়েছে।