বেঙ্গালুরু বিমানবন্দরে ১৪.২ কেজি সোনা-সহ কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের গ্রেপ্তারির পর দুবাই ও ভারতের মধ্যে সোনার চোরাচালান এবং দামের পার্থক্য নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা। প্রশ্ন উঠছে, দুবাইয়ে কি সত্যি সোনা সস্তা ভারতের থেকে? কারণই বা কী?
2
9
তথ্য, ভারতের তুলনায় দুবাইয়ে সোনার দাম কম। সেখানে দীর্ঘদিন ধরে সোনা ব্যবসার কেন্দ্রবিন্দু, ভারতের তুলনায় সেখানে সস্তায় মেলে হলুদ ধাতু। কিন্তু কারণ কী?
3
9
প্রথম কারণ, দুবাইয়ে সোনা কেনার উপর কর আরোপ করে না, স্বাভাবিকভাবেই ক্রেতারা অতিরিক্ত চার্জ ছাড়াই বাজার দরে সোনা কিনতে পারেন।
4
9
দুবাই সোনার উপর আমদানি শুল্ক আরোপ করে না, যার ফলে গ্রাহকদের সামগ্রিক খরচ কমে যায়।
5
9
সবচেয়ে বড় কথা, দুবাইয়ের সোনার বাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক। সেখানে অসংখ্য ডিলার ক্রেতাদের আকৃষ্ট করার জন্য আকর্ষণীয় হারে সোনা বিক্রি করে থাকেন। সাধারণ মানুষ সেই সুযোগ নেন।
6
9
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় সোনা আমদানিতে ভারত সরকার নানাবিধ শুল্ক আরোপ করে।
7
9
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, চোরাচালান রোধ, বৈধ আমদানি বৃদ্ধি করা এবং গ্রাহকদের কথা মাথায় রেখে ২০২৪ সালের জুলাই মাসে সোনা আমদানির উপর শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে প্রায় ৬ শতাংশ করা হয়েছিল।
8
9
এক্ষেত্রে অনেকেই মনে করেন, দুবাইয়ে সোনা সস্তা, তাই সহজেই কিনে আনা যাবে দেশে। কিন্তু দুবাইয়ে সোনা কিনলেও, ভারতে তা নিয়ে আসার জন্য বিধিনিষেধ রয়েছে বেশকিছু।
9
9
পুরুষ এবং মহিলা যাত্রীরা বিদেশ থেকে কত পরিমাণ সোনা বিমানে দেশে আনতে পারবেন, তার নির্দিষ্ট নিয়ম রয়েছে।