ভারতে স্থায়ী আমানত খোলার সময় আমানতকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিভিন্ন ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং ফাইনান্স কোম্পানির সুদের হার তুলনা করা। কারণ মাত্র ৫০ থেকে ১০০ বেসিস পয়েন্ট সুদের পার্থক্যও দীর্ঘমেয়াদে সঞ্চয়ে বড় পরিবর্তন আনতে পারে।
2
8
উদাহরণ হিসেবে ধরুন, কেউ যদি ১০ লক্ষ টাকা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করেন এবং অতিরিক্ত ১০০ বেসিস পয়েন্ট সুদ পেয়ে যান, তবে মেয়াদ শেষে তিনি অতিরিক্ত ৫০,০০০ হাতে পাবেন। একইভাবে, যদি বিনিয়োগের পরিমাণ ২০ লক্ষ হয়, অতিরিক্ত সঞ্চয় হয়ে দাঁড়াবে ১ লক্ষ টাকা। অর্থাৎ, সামান্য বেশি সুদ বেছে নিলেই আপনার বিনিয়োগের রিটার্ন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
3
8
এলআইসি হাউজিং ফাইনান্স স্থায়ী আমানতে ৬.৭% থেকে ৬.৯% বার্ষিক সুদ দিচ্ছে। এই হার ৩ কোটি পর্যন্ত আমানতের ক্ষেত্রে প্রযোজ্য। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত ২৫ বেসিস পয়েন্ট সুদ দেওয়া হচ্ছে, যা বয়স্ক আমানতকারীদের জন্য এটিকে আরও আকর্ষণীয় করে তুলছে।
4
8
বাজাজ ফাইন্যান্স ১ বছর থেকে ৫ বছর মেয়াদি আমানতের জন্য সুদ দিচ্ছে ৬.৬% থেকে ৬.৯৫%। মেয়াদভেদে সুদহার ১২–১৪ মাস: ৬.৬%, ১৫–২৩ মাস: ৬.৭৫%, ২৪–৬০ মাস: ৬.৯৫%। সিনিয়র সিটিজেনদের জন্য এখানে অতিরিক্ত ৩৫ বেসিস পয়েন্ট সুদ প্রদান করা হয়।
5
8
পিএনবি হাউজিং ফাইনান্সের এফডি সুদের হার ৬.৮৫% থেকে ৭.১০%, মেয়াদ ১২ থেকে ৬০ মাস। সিনিয়র নাগরিকরা পান অতিরিক্ত ২৫ বেসিস পয়েন্ট সুদ।
6
8
সুন্দরম হোম ফাইনান্সের এফডি সুদের হার ৬.৭% থেকে ৭.১৫%, যা বিভিন্ন মেয়াদের জন্য ভিন্ন। ১২ মাস: ৬.৭%, ২৪ মাস: ৭%, ৩৬ মাস: ৭%, ৪৮ মাস: ৭.১৫%, ৬০ মাস: ৭.১৫%। সিনিয়র সিটিজেনদের জন্য এই NBFC অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ দেয়—যা বাজারে অন্যতম আকর্ষণীয় প্রস্তাব।
7
8
শ্রীরাম ফাইন্যান্সের সুদহার ১২ থেকে ৬০ মাস মেয়াদে ৬.৭৯% থেকে ৭.৩৫%। ১২ মাস: ৬.৭৯%, ১৫ মাস: ৭.০২%, ১৮–২৩ মাস: ৬.৯৩%, ২৪–৩৫ মাস: ৭.০২%, ৩৬–৬০ মাস: ৭.৩৫%। সিনিয়র সিটিজেনরাও পান অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট।
8
8
FD বিনিয়োগ নিরাপদ হলেও সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করতে সুদের হার যাচাই করা অত্যন্ত জরুরি। প্রতিটি NBFC-র সুদহার ও সিনিয়র সিটিজেনদের অতিরিক্ত সুবিধা ভিন্ন। তাই বিনিয়োগের মেয়াদ, সুদের হার, প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা এবং আপনার আর্থিক লক্ষ্য—সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়াই সর্বোত্তম।