বলিউডে একসময় তাঁকে বলা হতো ‘চকলেট বয়’। মিষ্টি চেহারা, নরম চোখ, আর ঠোঁটে হাসির সেই ছেলেটাই আজ এক দৃঢ় কামব্যাক হিরো। তিনি ফরদিন খান। ফিরোজ খানের পুত্, এবং মুমতাজের মেয়ে নাতাশার প্রাক্তন স্বামী।
2
10
ফরদিনের বলিউড যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে ‘প্রেম অগন’ ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই তাঁর পারফরম্যান্স নজর কাড়ে সমালোচকদের। এরপর তিনি অভিনয় করেন অনিল কাপুর, করিনা কাপুর, অক্ষয় কুমার ও রিতেশ দেশমুখের সঙ্গে একাধিক ছবিতে। যেমন ‘ওম জয় জগদীশ’, ‘লভ কে লিয়ে কুছ ভি কারেগা’, ‘নো এন্ট্রি’ ইত্যাদি।
3
10
তবে পর্দার আড়ালে চলছিল এক রোম্যান্টিক গল্প। ২০০০ সালে তাঁর পরিচয় হয় মুমতাজের মেয়ে নাতাশা মাধবানির সঙ্গে। কয়েক বছর প্রেমের পর ফেরদিন নাকি নাতাশাকে মাঝ আকাশে প্রোপোজ করেন ফরদিন!
4
10
২০০৫ সালে তাঁরা গাঁটছড়া বাঁধেন এক জমকালো অনুষ্ঠানে। মুম্বইতে বিয়ের আগে হয় সঙ্গীত, মেহেন্দি, আর রিসেপশন। ঠিক যেন এক রাজকীয় বলিউডি বিয়ে।
5
10
বিয়ের আট বছর পর, ২০১৩-তে আইভিএফ প্রক্রিয়ায় জন্ম নেয় তাঁদের কন্যা দিয়ানি ইসাবেলা খান। চার বছর পরে, ২০১৭-তে জন্ম নেয় পুত্র আজারিয়াস।
6
10
কিন্তু সময়ের সঙ্গে পাল্টে যায় সমীকরণ। ২০২৩ সালে শোনা যায়, ১৮ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন ফেরদিন ও নাতাশা। যদিও আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ এখনও হয়নি, তাঁরা এখন আলাদা থাকেন।
7
10
এর মধ্যেই ফরদিন খান ফের আলোচনায়, তবে অন্য কারণে। চেহারায় এসেছে দারুণ পরিবর্তন! ২৪ কেজি ওজন ঝরিয়ে তিনি ঘোষণা করেন বলিউডে কামব্যাকের।
8
10
১৪ বছর পর ফিরলেন সঞ্জয় লীলা বনশালির ওয়েব সিরিজ ‘হীরামণ্ডি’–তে। সেখানে তিনি অভিনয় করেছেন ওয়ালি বিন জায়েদ-আল মোহাম্মদের চরিত্রে, সহ-অভিনেত্রী ছিলেন আদিতি রাও হায়দারি, মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা প্রমুখ।
9
10
এক সাক্ষাৎকারে ফেরদিন নিজের মানসিক লড়াই নিয়েও খোলামেলা বলেন, “অবসাদ খুব স্বাভাবিক একটি বিষয়। জীবনে কিছু না-পাওয়া বা অপূর্ণতার সংকেত দেয় এটা। তখন নিজের প্রতি যত্ন নিতে হয়।”
10
10
‘চকলেট বয়’ থেকে ‘হীরামণ্ডি’-র দৃঢ় অভিনেতা ফরদিন খানের জীবন বলিউডি গল্পের মতোই। প্রেম, জীবন-বিধ্বস্ত আর নতুন করে উঠে দাঁড়ানোর কাহিনি।