সামনেই বড়দিনের ছুটি। এই সময় অনেকেই বেড়াতে যান। আপনিও কি সেই দলেই পড়েন? ছুটি আছে হাতে, এদিকে এখনও কিছু প্ল্যান হয়নি, হলেও ট্রেন, বাসে টিকিট পাবেন না ভেবে ইচ্ছে মুলতুবি রাখছেন? তার থেকে বরং রোড ট্রিপে যান। এক অন্যরকম অভিজ্ঞতা হবে।
2
7
নিজের গাড়ি নিয়েও যেতে পারেন, আবার যে রুটে যাবেন ভাবছেন সেখানে পৌঁছিয়ে গাড়ি বুক করে বেরিয়ে পড়তে পারেন। পথে চোখ ধাঁধানো সৌন্দর্য দেখতে দেখতে বেড়ানো হয়ে যাবে। ভারতের সেরা রোড ট্রিপ কোনগুলো জেনে নিন।
3
7
সবার প্রথমে থাকবে মানালি-লেহ হাইওয়ে। পাহাড়ের অপরূপ শোভা থেকে ঝিলের শান্ত রূপ, ঠিক যেন বইয়ের পাতার মতোই। এই রুটে রোড ট্রিপ করলে সেটা যে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থেকে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না।
4
7
দ্বিতীয় নম্বরে থাক গোল্ডেন ট্রায়াঙ্গেল। অর্থাৎ যে রুট দিল্লি, আগ্রা এবং জয়পুরকে জুড়ছে। এতে যেমন তিনটি শহরের তিন রকমের শোভা দেখতে পারবেন, তেমনই রয়েছে নানা ঐতিহাসিক স্থান। এই রুটে রোড ট্রিপ করলে তাজ মহল, কুতুব মিনার থেকে শুরু করে নাহারগড় দুর্গ, জন্তর মন্তর সবই পাবেন।
5
7
সবুজের সমারোহ, চা এবং কফি বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে শীতের নরম রোদ মেখে রোড ট্রিপের স্বাদ নিতে চাইলে চলে যেতে হবে বেঙ্গালুরু-কুর্গ-মুন্নার রুটে। এই পথের মনোরম শোভা চোখ এবং মন দুইকেই আরাম দেয়।
6
7
স্পিতি উপত্যকাকে কি আর বাদ রাখা যায়? রুক্ষ, ভাঙাচোরা রাস্তা, মোদ্দাকথায় অফরোডিং পছন্দ করলে এই রুটে আসা চাই চাই। বৌদ্ধ মনাস্ট্রি থেকে পাহাড়ের অপরূপ শোভা যেন এই জায়গাটাকে দুই হাতে ঢেলে সাজিয়েছে।
7
7
বাংলায় থেকে দার্জিলিং গ্যাংটক রুটকে বাদ দিলে পাপ হবে! ঝর্না, মনাস্ট্রি, কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দিয়ে সাজানো এই পথ। রয়েছে চা বাগান, পাহাড়ি নদীর উচ্ছ্বলতা।