আজকাল ওয়েবডেস্কঃ আজ ২ জুন ২০২৫ সোমবার। পঞ্জিকা অনুসারে, জ্যৈষ্ঠ মাসের শুক্ল অষ্টমী তিথি। আজ চন্দ্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গোচর করবে। এছাড়াও একাধিক শুভ যোগের প্রভাবে সৌভাগ্যের দরজা খুলবে কয়েকটি রাশির। আপনার কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন? জেনে নিন-
2
13
মেষঃ আজ বেশ ইতিবাচক এনার্জি পাবেন। যা আপনাকে যে কোনও কাজ করতে শক্তি জোগাবে। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে।
3
13
বৃষ- পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। বাড়িতে অতিথি আসতে পারে। চাকরিতে পছন্দের কোনও জায়গায় বদলি হওয়ার খবর পেতে পারেন।
4
13
মিথুন- কর্মক্ষেত্রে কোনও পরিবর্তন আসতে পারে। তবে কাজের অনুকূল পরিবেশ থাকবে। পরীক্ষায় ভাল রেজাল্টের খবর পেতে পারেন।
5
13
কর্কট- পারিবারিক সমস্যা মিটবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন।
6
13
সিংহ- রাস্তায় সাবধানে যাতায়াত করুন। শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা দূর হবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
7
13
কন্যা- বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ে বড় বিনিয়োগের জন্য আরও অপেক্ষা করতে হবে।
8
13
তুলা- নিজের আত্মবিশ্বাসে কর্মক্ষেত্রে উন্নতি করবেন। পেশাগত হোক বা ব্যক্তিগত, যে কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। নচেৎ বড় সমস্যায় পড়তে পারেন।
9
13
বৃশ্চিক- কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। অফিসে উর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে প্রশংসা পাবেন।পুরোনো সম্পত্তি ক্রয়-বিক্রয়ের কথা এগোতে পারে।
10
13
ধনু- এমন কোনও ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে যিনি কর্মক্ষেত্রে অনুপ্রেরণা দেবেন। দাম্পত্যে সুখ থাকবে। নতুন কোনও কাজ শুরু করার শুভ দিন।
11
13
মকর- রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সমাজে প্রভাব বৃদ্ধি পাবে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। সম্পত্তি কেনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটাবেন।
12
13
কুম্ভ- ব্যবসায়ে নতুন কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করুন। বিকেলের পরে কোনও সুসংবাদ পেতে পারেন। অফিসের কাজে সন্তুষ্টি পাবেন।
13
13
মীন- বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। বন্ধু,আত্মীয়-পরিজনদের নিয়ে দিনটা ভাল কাটবে। প্রেমের সম্পর্কে নতুন মোড় আসতে পারে।