আজকাল ওয়েবডেস্ক: আজ ৩০ মে ২০২৫ শুক্রবার। পঞ্জিকা অনুসারে, জ্যৈষ্ঠ মাসের শুক্ল চতুর্থ তিথি। হিন্দু ধর্ম মতে, শুক্রবার দেবী লক্ষ্মীর প্রিয় দিন। আজ চন্দ্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবে। । এদিন ধনযোগ, সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগের প্রভাব থাকবে। এছাড়াও থাকছে পুনর্বাসু নক্ষত্র ও পুষ্য নক্ষত্রের প্রভাবও। সমস্ত শুভ যোগের প্রভাবে শুক্রবার সৌভাগ্যের শিখরে থাকবে কয়েকটি রাশি।
2
13
মেষ- আজ মেষ রাশির জাতক-জাতিকাদের ব্যস্ততায় দিন কাটবে। কাজ নিয়ে খানিকটা চিন্তায় থাকবেন। তবে ভয় পাবেন না, যে কোনও কাজই সৎভাবে করলে ফল পাবেন।
3
13
বৃষ- আজ বৃষ রাশির জাতক-জাতিকারা যে কোনও কাজে হাত দিলেই শেষ করতে পারবেন। নতুন সম্পত্তি কেনার যোগ রয়েছে। কেরিয়ারে সুখবর আসতে পারে।
4
13
মিথুন- আজ মিথুন রাশির জাতক-জাতিকাদের বেশ ভালই দিন কাটবে। নতুন বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। আগামী দিনে দূরে কোথাও বেড়াতে যাওয়ার তোড়জোড় শুরু করবেন।
5
13
কর্কট- মনের অনেক দিনের অপূর্ণ কোনও ইচ্ছা পূরণ হতে পারে। আরাম-বিলাসিতায় দিন কাটবে। জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন।
6
13
সিংহ- অনেক দিনের অমীসাংসিত সমস্যার সমাধান খুঁজে পাবেন। আয় বাড়তে পারে। কর্মক্ষেত্রে সাফল্যের পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
7
13
কন্যা- আজ কন্যা রাশির অধিকারীদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি হতে পারে। প্রিয়জনের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পুরনো বিনিয়োগ থেকে লাভবান হবেন।
8
13
তুলা- আজ তুলা রাশির জাতক-জাতিকারা নিজের আচরণে সকলের মন জয় করবেন। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে।
9
13
বৃশ্চিক- পরিবারের সদস্যদের প্রতি সময় দেবেন। পরিবারে কোনও সমস্যা চলবে এবার সমাধান পাবেন। আয়-ব্যয়ের সামঞ্জস্য করতে পারবেন। কর্মক্ষেত্রে চেষ্টার ফল পাবেন।
10
13
ধনু- নিজের স্বাস্থ্য খানিকটা দুর্বল থাকতে পারে। তাই দূরে ভ্রমণের পরিকল্পনা থাকলে এড়িয়ে যেতে পারেন। কাজে দক্ষতা অর্জন করবেন। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।
11
13
মকর- আজ মকর রাশির জাতক-জাতিকারা ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। নিজের প্রতিযোগিদের কঠিন চ্যালেঞ্জ দিতে পারেন। দাম্পত্যে সুখ থাকবে।
12
13
কুম্ভ- আজ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে বাধা দূর হবে। আত্মবিশ্বাসের সঙ্গে সব কাজে সাফল্য পাবেন। পরিবারে শান্তি থাকবে। সঙ্গীর থেকে কোনও অপ্রত্যাশিত উপহার পেতে পারেন।
13
13
মীন- আয় বাড়ার সুযোগ আসবে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কাজ সম্পর্কিত কোনও বিষয়ে সুখবর পেতে পারেন।