শ্রীলঙ্কা, তামিলনাড়ুতে তাণ্ডব চালিয়ে গভীর নিম্নচাপে পরিণত হল ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’। শক্তি হারিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড়টি।
2
5
গত ৬ ঘণ্টায় প্রায় ৫ কিলোমিটার বেগে ধীরে উত্তরমুখী হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর, উত্তর তামিলনাড়ু–পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের ওপর কেন্দ্রীভূত ছিল ঘূর্ণিঝড়টি।
3
5
এটি আরও ধীরে উত্তরমুখী হয়ে উত্তর তামিলনাড়ু–পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের সমান্তরালে অগ্রসর হবে এবং পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
4
5
এর প্রভাব বাংলায় খুব একটা পড়েনি। সোমবার ভোরে পশ্চিম বর্ধমানের কিছু অংশ এবং উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় হালকা কুয়াশা দেখা গেছে। তবে গোটা অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক ছিল।
5
5
সোমবার সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হয়নি। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিল। আবার উত্তরবঙ্গের এক-দুই জায়গায় স্বাভাবিকের নিচে নেমেছে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।