দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব শ্রীলঙ্কা–সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ বৃহস্পতিবার ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে ঘণ্টায় ৮ কিলোমিটার বেগে অগ্রসর হয়ে এদিন আরও ঘনীভূত হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
2
5
গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ‘দিতওয়াহ’ নামের ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, শ্রীলঙ্কার পটুভিলের পূর্বদিকে খুব কাছাকাছি কেন্দ্রীভূত ছিল ঘূর্ণিঝড়টি।
3
5
এই সময় এটি বাত্তিকালোয়া থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, হাম্বানটোটার ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে, ত্রিঙ্কোমালির ২০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, ভারতের পুদুচেরি থেকে প্রায় ৬১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং চেন্নাই থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।
4
5
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করে উত্তর-উত্তরপশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং আগামী ৩০ নভেম্বর ভোরের আগেই এটি উত্তর তামিলনাডু, পুদুচেরি ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর অঞ্চলে পৌঁছাতে পারে।
5
5
ইতিমধ্যেই দক্ষিণ ভারত জুড়ে ভারী বৃষ্টির তাণ্ডব শুরু হয়েছে। নভেম্বরের শেষেও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যে রাজ্যে। পয়লা ডিসেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, কেরল, মাহেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।