ভারতের মতো জনবহুল দেশের সাইবার অপরাধ প্রতিদিনই বাড়ছে। সম্প্রতি একটি রিপোর্ট থেকে দেখা গিয়েছে বিগত ৬ বছরে প্রায় ৫৩ হাজার কোটি টাকা হারিয়েছেন ভারতবাসী।
2
8
রিপোর্ট থেকে দেখা গিয়েছে বিগত ছয় বছরে ভারত থেকে ৫২ হাজার ৯৭৬ কোটি টাকা ভারতীয়রা হারিয়েছেন। তাদের কাছ থেকে কায়দা করে এই টাকা হাতিয়েছে সাইবার অপরাধীরা।
3
8
দেখা গিয়েছে বিভিন্ন বিনিয়োগের ফাঁদ, ডিজিটাল অ্যারেস্ট, অনলাইন স্ক্যাম, ব্যাঙ্কিং জালিয়াতি, সাইবার হানা এই সব থেকেই এই টাকা হারিয়েছে ভারত। বিষয়টি নিয়ে তাই এবার নড়েচড়ে বসেছে ভারতের সাইবার অপরাধ বিভাগ।
4
8
জাতীয় সাইবার অপরাধ পোর্টালে যে হারে এই অপরাধের হিসেব ধরা পড়েছে সেখান থেকেই বিষয়টি স্পষ্ট হয়েছে। ২০২৫ সালের হিসেব অনুসারে ভারতে ১৯ হাজার ৮১২.৯৬ কোটি টাকা হারিয়েছে। পাশাপাশি ২১ লাখ ৭৭ হাজার ৫২৪ অভিযোগ জমা পড়েছে।
5
8
এখানে ৮ শতাংশ মানুষ টাকা হারিয়েছেন ডিজিটাল অ্যারেস্ট থেকে। ৭ শতাংশ হয়েছে ক্রেডিট কার্ড জালিয়াতি থেকে। ৪ শতাংশ মানুষ হারিয়েন যৌন প্রলোভনের ফাঁদে। ৩ শতাংশ মানুষ হারিয়েছেন ই কমার্স জালিয়াতি থেক। ১ শতাংশ মানুষ হারিয়েছেন অ্যাপ জালিয়াতি থেকে।
6
8
২০২৪ সালে ভারতে সাইবার অপরাধের ফলে হারিয়েছে ২২ হাজার ৮৪৯.৪৯ কোটি টাকা। সেখানে অভিযোগ জমা পড়েছিল ১৯ লাখ ১৮৮ হাজার ৫২ টি।
7
8
২০২৩ সালে ভারতে সাইবার অপরাধের ফলে হারিয়েছে ৭ হাজার ৪৬৩.২ কোটি টাকা। সেখানে অভিযোগ জমা পড়েছে মোট ১৩ লাখ ১০ হাজার ৩৬১ টি।
8
8
২০২২ সালে ভারতে সাইবার অপরাধের ফলে হারিয়ছে ২ হাজার ২৯০.২৩ কোটি টাকা। সেখানে অভিযোগ জমা পড়েছে মোট ৬ লাখ ৯৪ হাজার ৪৪৬ টি।