বিশ্বে জুড়ে নানা সময় নানা অপরাধের ঘটনা ঘটেছে। যেগুলি আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছে। এর মধ্য এমন কিছু অপরাধও সংগঠিত হয়েছে, যেগুলি সমাধানে নাকানিচোবানি খেতে হয়েছে পুলিশ থেকে শুরু করে তাবড় গোয়েন্দা সংস্থাকেও। সকলে হাল ছেড়ে দেওয়ার পরে আচমকা সেই অপরাধের সমাধানে ত্রাতা হয়ে উঠেছে গুগল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গুগলের দিকনির্দেশক অ্যাপ গুগল ম্যাপ এবং স্ট্রিট ভিউয়ের মাধ্যমে যে সকল অপরাধের সমাধান হয়েছে তা তুলে ধরা হল আজকের প্রতিবেদনে।
2
10
২০ বছর ধরে পলাতক ইতালিয় মাফিয়া জিওয়াচ্চিনো গাম্মিনোকে খোঁজার হাল ছেড়ে দিয়েছিল ইতালির পুলিশ। ইতালির মোস্ট ওয়ান্টেড দোষী সাব্যস্ত খুনিদের একজন জিওয়াচ্চিনোকে গুগল ম্যাপের মাধ্যমে স্পেনের মাদ্রিদের কাছে একটি শহরে খুঁজে পাওয়া যায়। সেখানে তিনি ফল এবং সবজি বিক্রি করছিলেন। পরে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করে।
3
10
২০০৬ সালে ডেভি লি নাইলস আচমকাই বেপাত্তা হয়ে যান। নিখোঁজ হওয়ার আগে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। কারণ, তাঁর ক্যানসার ধরা পড়েছিল। নিখোঁজ হওয়ার প্রায় নয় বছর পর একটি ডুবন্ত গাড়ি থেকে এক বয়স্ক ব্যক্তির দেহ উদ্ধার হয়। পুলিশের ধারণা, সেটি নাইলসেরই দেহ। ডুবন্ত গাড়িটি বহু বছর ধরে গুগল ম্যাপসে দৃশ্যমান ছিল।
4
10
২০০৮ সালে হল্যান্ডের গ্রোনিনজেনে একটি ১৪ বছর বয়সী কিশোর থেকে তাঁর সাইকেল, ফোন এবং নগদ টাকা লুট করে নেয় দুই দুষ্কৃতী। কিন্তু, প্রমাণ এবং বিস্তারিত তথ্যের অভাবে পুলিশ ওই কিশোরকে কোনও সাহায্য করতে পারেনি। ছয় মাস পর গুগল স্ট্রিট ভিউয়ে তার লুটের ঘটনার ছবি দেখতে পায় সে। সেই প্রমাণ নিয়ে পুলিশের কাছে পৌঁছয় সে। প্রযুক্তির ব্যবহার করে দুষ্কৃতীদের মুখের ছবি উদ্ধার করে পুলিশ। তাঁদের গ্রেপ্তার করা হয়।
5
10
২০০৯ সালে গুগল আর্থের সাহায্যে একটি ভুট্টা ক্ষেতের মাঝখানে গাঁজার চাষ আবিষ্কার করে সুইৎজারল্যান্ড পুলিশ। এর পরেই সেখানে হানা দেওয়া হয় এবং ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। প্রায় এক টন গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ।
6
10
ব্রিটেনের অক্সফোর্ডে ৫৪ বছর বয়সী প্রতিবেশীর বাড়ির পিছনে সাইকেলের স্তূপ দেখে হকচকিয়ে যান অপর এক প্রতিবেশী। প্রায় ৫০০টি সাইকেলের স্তূপ ধরা পড়েছিল গুগল আর্থেও। চোরটি তাঁর প্রতিবেশীকে জানিয়েছিলেন আফ্রিকার দুঃস্থ বাচ্চাদের জন্য পাঠানো হবে সাইকেলগুলি। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
7
10
এথেন্স পুলিশ গুগল আর্থ ইমেজ ব্যবহার করে বাংলো এবং সম্পত্তির উপর টহলদারি চালাতো। সেই সময় নজরে আসে যে সরকারি হিসেবে এলাকায় ৩২৪টি সুইমিং পুল থাকার কথা। কিন্তু এলাকায় মোট পুলের সংখ্যা ১৬ হাজার ৯৭৪টি।
8
10
২০১০ সালে গুগল ইমেজে দেখা যায় যে ইংল্যান্ডের ওরসেস্টারের রাস্তায় পড়ে রয়েছে ১০ বছর বয়সী একটি। সেই ছবি দেখে চারিদিকে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। সকলে ধরে নিয়ে আজুরা বিবিজুয়া নামের মেয়েটিকে খুন করা হয়েছে। তদন্তে নামে পুলিশ। জানা যায় যে, বন্ধুর সঙ্গে খেলার ছলে মৃতদেহ সেজে রাস্তায় শুয়ে ছিল মেয়েটি।
9
10
একটি ফোর্ড পিকআপ ট্রাকের একটি মুণ্ডুহীণ দেহ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে গিয়েছিলেন সকলে। গুগল ইমেজে ধরা পড়েছিল ছবিটি। তদন্তে নামে নর্থ ক্যরোলিনা পুলিশ। পরে জানা যায় যে সেটি ছিল একটি পুতুল। আমেরিকার উপকূলরক্ষী বাহিনী প্রশিক্ষণের কাজে সেটিকে ব্যবহার করে থাকে।
10
10
দক্ষিণ ক্যারোলিনার রিচল্যান্ড কাউন্টির পুলিশ গুগল ম্যাপের সাহায্যে জোড়া খুনের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে। দোষীর সবুজ রঙের গাড়িটিকে ঘটনাস্থলে দেখেছিলেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ জানিয়েছিল, গুগল ম্যাপে দোষীর বাড়ির ঠিকানা দেওয়ার সঙ্গে ছবিটি ভেসে উঠেছিল। যেখানে একটি গাড়ি দেখা যাচ্ছিল। এরপরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।