আজকাল ওয়েবডেস্ক: কোভিড আতঙ্ক যেন শেষ হয়েও হচ্ছে না শেষ। সাম্প্রতিক একটি গবেষণাপত্রে জানা গেল, শুধু রোগী নয়, রোগীর শুক্রাণুর উপরেও নেতিবাচক প্রভাব ফেলেছে এই ভাইরাস।
2
9
শুক্রাণুর সার্বিক স্বাস্থ্য, শুক্রাণুর গতিবেগ এবং শুক্রাণুর সংখ্যা সব ঠিক থেকেই খারাপ প্রভাব ফেলেছে করোনা ভাইরাস।
3
9
এবার জানা গেল যাঁরা নিজেরা কখনও না কখনও কোভিডের শিকার হয়েছেন সেই সব পুরুষদের শুক্রাণুর মধ্যে দিয়ে পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চারিত হচ্ছে এর কু প্রভাব।
4
9
বিশ্বখ্যাত বিজ্ঞানপত্রিকা নেচারে সম্প্রতি প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়ান বিজ্ঞানীদের একটি গবেষণা পত্র। সেই গবেষণায় বিজ্ঞানীরা ইঁদুরের মধ্যে করোনা ভাইরাস প্রবেশ করিয়ে দেখেছেন, যে প্রজন্মের পুরুষ ইঁদুর কোভিড আক্রান্ত হয়েছে, তার পরবর্তী প্রজন্মের ইঁদুরের মধ্যে উদ্বেগ বা অ্যাংজায়েটি বহুগুণ বেশি।
5
9
মুখ্য গবেষক এলিজাবেথ কিলমার বলেছেন, “আমরা লক্ষ্য করেছি, যে সমস্ত ইঁদুরের বাবা কোভিডে আক্রান্ত হয়েছিল তাদের মধ্যে উদ্বেগের হার অনেকটাই বেশি।”
6
9
এর কারণ হিসাবে বিজ্ঞানীরা আরএনএ বা প্রাক-জিনগত উপাদানের পরিবর্তনকে দায়ী করছেন।
7
9
বিজ্ঞানীদের দাবি, ভাইরাসের আক্রমণে শুক্রাণুতে অবস্থিত আরএনএ-এর আণবিক গঠনে পরিবর্তন এসেছে। বিশেষত যে সব জায়গাগুলি পরবর্তী প্রজন্মের মস্তিষ্কের বিকাশের জন্য জরুরি সেই সব জায়গাতে এর প্রভাব বেশি দেখা গিয়েছে।
8
9
বিজ্ঞানীদের দাবি, কোভিড আক্রান্ত সব পুরুষ ইঁদুরের সন্তানের মধ্যেই মস্তিষ্কের হিপোক্যাম্পাস নামক অংশের বৃদ্ধি ব্যাহত হয়েছে। মস্তিষ্কের এই অংশটিই স্মৃতিশক্তি, আবেগ এবং নতুন জিনিস শেখার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে।
9
9
বিজ্ঞানীদের কথায় গোটা বিষয়টি নিয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন রয়েছে। তবে এ কথা প্রাথমিকভাবে বলাই যায় যে কোভিডের প্রভাব শুধুমাত্র একটি প্রজন্মে সীমাবদ্ধ থাকে না, আক্রান্ত হয় পরবর্তী প্রজন্মও।