করোনার সংক্রমণ বাড়ছে ব্যাপক হারে। কেন্দ্রের পরিসংখ্যান, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৩৫৮ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬৪৯১ জন।
2
8
এক নজরে দেখা যাক, কোন হারে দেশে বাড়ছে সংক্রমণ- ২৬ মে যেখানে সংখ্যা ছিল ১০১০, সেখানে ৩০ মে সংখ্যা পৌঁছয় ২৭১০-এ। পরিসংখ্যান অনুযায়ী, ৩১ মে পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩,৩৯৫। একদিনেই নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৬৮৫জন।
3
8
জুনের প্রথম দিনের আক্রান্ত ছিল প্রায় চার হাজার। ২ জুনের কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৯৬১।
4
8
৩ জুন কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত চার হাজার পার, সংখ্যা ৪০২৬। ৫ জুন কেন্দ্রের তথ্য, দেশে মোট করোনা আক্রান্ত ৪৮৬৬।
5
8
৬ জুন, কেন্দ্রের বুলেটিনের তথ্য, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৯৮জন। মোট আক্রান্ত ৫৩৬৪। ৭ জুনের পর, ৮ জুন কেন্দ্রের পরিসংখ্যান, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫৭৫৫।
6
8
দেশে নতুন করে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৩৯১জন।৯ জুন কেন্দ্রেরে পরিসংখ্যান, দেশে মোট আক্রান্ত ৬৪৯১ জন।
7
8
কেন্দ্রের তথ্য, কেরলে মোট আক্রান্তের সংখ্যা ১৯৫৭। দ্বিতীয় স্থানে গুজরাট, মোট আক্রান্ত সেখানে ৯৮০। তৃতীয় স্থানে বাংলা, মোট আক্রান্ত ৭৪৭, চতুর্থ স্থানে দিল্লি, মোট আক্রান্ত ৭২৮।
8
8
মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা ৬০৭। কর্ণাটকে মোট আক্রান্তের সংখ্যা ৪২৩, তামিলনাডুতে ২১৯, উত্তরপ্রদেশে ২২৫।