ইউনিয়ন বাজেট নিয়ে সকলের আগ্রহ এখন তুঙ্গে। সেখান থেকে দেখতে হলে কোন পথে যাবেন দেশের অর্থমন্ত্রী তার ওপর নির্ভর করবে দেশের অর্থনীতি।
2
9
রবিবার বাজেট পেশের পর সবথেকে বেশি যেদিকে নজর থাকবে সেটি হল সোনার দাম। সেখানে সোনার দামে কাস্টমস ডিউটি বিরাট প্রভাব ফেলতে পারে।
3
9
স্বর্ণ ব্যবসায়ীরা মনে করছেন যদি কাস্টমস ডিউটি নিয়ে ছাড় না থাকে তাহলে সেখানে সোনার দাম আরও বাড়তে পারে। এবারে কাস্টমস ডিউটি ১২.৫ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ করা হতে পারে।
4
9
এই হারে যদি কাস্টমস ডিউটি কমানো হয় তাহলে সেখানে সোনার দাম অনেকটা কমতে পারে। তবে সীতারমন সেখানে কী ভাবছেন সেটাই দেখার।
5
9
২০২২ সালের বাজেটে কাস্টমস ডিউটিতে কোনও পরিবর্তন ছিল না। সেখানে সোনা-রুপোর দামের কোনও হেরফের হয়নি।
6
9
২০২৩ সালের বাজেটে কাস্টমস ডিউটি অনেকটা বাড়ানো হয়েছিল। সেখানে ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে এটি করা হয় ১০ শতাংশ। সেবারে কৃষিক্ষেত্রেও এআইডিসি বাড়িয়ে করা হয়েছিল ২.৫ শতাংশ থেকে ৫ শতাংশ।
7
9
২০২৪ সালের বাজেটে কাস্টমস ডিউটি অনেকটা কমানো হয়। সেখানে এটি করা হয়েছিল ১৫ শতাংশ থেকে ৬ শতাংশ। ফলে দুই ধাতুর দামে অনেকটা স্বস্তি ছিল।
8
9
২০২৫ সালের বাজেটে কাস্টমস ডিউটি ছিল প্রায় একই। সেখানে এটি স্থির করা হয় ৬ শতাংশ। এখানে ৫ শতাংশ ছিল বিসিডি এবং ১ শতাংশ ছিল এআইডিসি।
9
9
এবারেও বাজেটে কাস্টমস ডিউটির দিকে বিশেষ করে নজর থাকবে স্বর্ণ ব্যবসায়ীদের। সোনার দাম প্রায় ২ লাখের কাছে যেতে বসেছে। এবার সকলের নজর থাকবে দেশের অর্থমন্ত্রীর দিকে।