প্রতি ৫৩ মিনিট অন্তর মহাকাশ থেকে পাওয়া যাচ্ছে সিগন্যাল। একেবারে ফিজিক্সের ভাষায় যাকে বলা হয় তরঙ্গ। তিনবার আসা এই তরঙ্গ বেশ ভাবিয়ে তুলেছে মহাকাশ বিজ্ঞানীদের।
2
8
যে তরঙ্গ ছুটে এসেছে সেটি কোনও একটি আলোকবর্ষ থেকে এসেছে বলে অনুমান করা হচ্ছে। চক্রাকারে ছুটে এসেছে এই তরঙ্গ। কে বা কারা এই তরঙ্গ পাঠিয়েছে সেটাই বড় প্রশ্ন।
3
8
নিউটনের সূত্র অনুসারে প্রতি ৫৪ মিনিট অন্তর মহাকাশে তরঙ্গ ভেসে আসে। সেই একই কায়দায় এই তরঙ্গ ছুটে এসেছে। এই রেডিও ওয়েভকে ট্র্যাক করা একেবারে অসম্ভব কাজ পৃথিবীর কাছে।
4
8
পৃথিবীতে যেসব রেডিও সিগন্যাল রয়েছে তাদের তরঙ্গকে ধরা যায়। তবে মহাকাশ থেকে আসা এই তরঙ্গকে ধরা যায়নি।
5
8
মহাকাশের বুকে বেশকিছু ম্যাগনেটিক ফিল্ড এবং প্লাজমা ফিল্ড রয়েছে। সেখান থেকে এই কাজ হতে পারে। তবে তাহলেও তার উৎস জানা যায়। তবে এখানে সেটা হয়নি।
6
8
দক্ষিণ আফ্রিকার টেলিস্পেস এই তিনটি সিগন্যালকে ধরেছে। কোন কসমিস সোর্স থেকে এই সিগন্যাল এসেছে সেটা কেউ জানতে পারেনি।
7
8
এই ধরণের সিগন্যাল কয়েক বছর আগেও এসেছিল মহাকাশ থেকে। তবে এবার এই সিগন্যালের তরঙ্গ অনেক বেশি দীর্ঘায়িত হয়েছে।
8
8
বহুকাল থেকে মহাকাশে ভিনগ্রহের প্রাণী নিয়ে নানা কথা উঠে আসছে। এবার কী সেই তথ্য ক্রমশ জোরালো হচ্ছে। নতুন করে কোন বিপদ উঁকি দিচ্ছে পৃথিবীর কাছে।