বিহার নির্বাচনে গোহারা হেরেছে মহাগঠবন্ধন। বিহারে মুখ খুবড়ে পড়েছে ইন্ডিয়া জোট। আসন সংখ্যা অনেকটাই কমেছে আরজেডি-র।
2
7
শোচনীয় বিরোধী জোটের অঘোষিত প্রধান কংগ্রেসের অবস্থা। ফলাফলে খুশি নয় মহাজোট।
3
7
আদালতে যাওয়ার কথা ভাবছে মহাগঠবন্ধন, সূত্রের খবর তেমনটাই।
4
7
জানা গিয়েছে, আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে জোটের শরিকরা নির্বাচন কমিশনের কাছ থেকে গুরুত্বপূর্ণ নির্বাচনী রেকর্ড চাইতে পারে।
5
7
কংগ্রেসের সাধারণ সম্পাদক অবিনাশ পান্ডে, যিনি বিহারে দলের পর্যবেক্ষক ছিলেন, তিনি বলেন, 'আমরা বিহারের জন্য সমস্ত রেকর্ড দাবি করব, যেমনটি আমরা মহারাষ্ট্র এবং হরিয়ানায় করেছি।'
6
7
অন্যদিকে হারের কারণে, এই পরিস্থিতিতে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের কৌশল, নেতৃত্ব এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে জোটের ছোট আঞ্চলিক শরিকরা।
7
7
বিরোধী ইন্ডিয়া জোটের পুনর্নির্মাণ প্রয়োজন বলে মনে করছেন একাধিক আঞ্চলিক শরিকদলের নেতারা।