রিয়েলিটি শো বিগ বস মানেই ঝলমলে আলো, উচ্চমাত্রার ড্রামা আর কখনও কখনও এমন কিছু মন্তব্য যা ছুঁয়ে যায় বিতর্কের সীমারেখা। অফহ্যান্ড কমেন্ট থেকে সরাসরি অপমান-এই সমস্ত ঘটনাই বারবার ঘুরে ফিরে এসেছে সোশ্যাল মিডিয়ায়, ছড়িয়েছে তুমুল আলোচনা। এক নজরে দেখে নাও সেই সব বডি শেমিং আর ব্যক্তিগত আক্রমণের মুহূর্ত, যেগুলো দর্শকদের হতবাক করে দিয়েছিল!
2
8
হিনা খান বনাম শিল্পা শিন্ডে (বিগ বস ১১): এই সিজনে হিনা খান ও অর্শি খান একজোট হয়ে শিল্পার রান্নার দক্ষতা নিয়ে কটাক্ষ করেন। এখানেই থামেননি হিনা। শিল্পার সাজগোজ ও পোশাক নিয়েও কুরুচিকর মন্তব্য করতে শোনা যায় তাঁকে। এক পর্যায়ে হিনা বলেন,“আগে আমার মতো হয়ে দেখাশিল্পা শিন্ডে! তুই সবকিছুতেই হেরো। না দেখতে ভাল, না বুদ্ধি আছে, মোষের মতো দেখতে তুই। কী যে করবি জীবনে?” এই সংলাপ মুহূর্তে ভাইরাল হয়, আর নেটিজেনরা রীতিমতো ক্ষুব্ধ হন তাঁর বডি ও পার্সোনালিটি শেমিং শুনে।
3
8
মন্নরা চোপড়া ও মুনাওয়ার ফারুকি (বিগ বস ১৭): এই সিজনে মননরা চোপড়া, অঙ্কিতা লোখান্ডে ও অনুরাগ দোভাল মিলে বারবার মুনাওয়ারের বয়স ও চেহারা নিয়ে মজা করেন। মন্নরা একবার বলেন, “বড্ড জলদি বুড়ো হয়ে গিয়েছিস,” অঙ্কিতা আবার মুনাওয়ারের টাক পড়ে যাওয়া মাথা নিয়ে হাসাহাসি করেছিলেন! দর্শকের চোখে, এটা ছিল পুরোপুরি ব্যক্তিগত আক্রমণ।
4
8
অর্চনা গৌতম, প্রিয়াঙ্কা চাহার ও এমসি স্ট্যান (বিগ বস ১৬): এই সিজনের চ্যাম্পিয়ন এমসি স্ট্যানকে আর্চনা কটাক্ষ করে বলেন “হাড্ডিসার” তিনি জামা ইস্ত্রি করছিলেন, তখনই এই মন্তব্য করেন আর্চনা। প্রিয়াঙ্কা তখন হেসে বলেন, “ইস! ওকে তো অস্বস্তি ফেলে দিল এই কথাটা।” এই ঘটনায় নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল তীব্র।
5
8
দেবলীনা ভট্টাচার্য ও শেহনাজ গিল (বিগ বস ১৩): বিগ বসের সবচেয়ে বিতর্কিত সিজনগুলির একটিতে দেবলীনা ও শেহনাজের তুমুল ঝামেলা হয়। এক গরম মুহূর্তে শেহনাজ বলেন, “তোমাকে দেখার থেকে ভাল একটা গরুকে দেখা।” এই মন্তব্য শুনে চমকে গিয়েছিলেন ঘরের সদস্যরাও, দর্শকেরাও।
6
8
অক্ষরা সিং ও শমিতা শেট্টি (বিগ বস ওটিটি ১): ওটিটি সিজনে ফিরে আসেন শমিতা শেট্টি। কিন্তু সেখানেও তাঁকে নিশানা করেন অক্ষরা সিং, বয়স নিয়ে কটাক্ষ করে বলেন, “শমিতা তো আমার মায়ের বয়সী।” নেটিজেনরা সঙ্গে সঙ্গে নিন্দা করেন এই এজ-শেমিং মন্তব্যের।
7
8
রশ্মি দেশাই ও শেফালি বাগ্গা (বিগ বস ১৩): এই সিজনে অভিনেত্রী রশ্মি দেশাইয়ের চেহারা নিয়েও আঘাত আসে। এক টাস্ক চলাকালীন শেফালি বলেন, “ও তো মোটা হয়েই যাচ্ছে দিন কে দিন, কিন্তু লম্বা আর হচ্ছে না।” এই মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়ে সোশ্যাল মিডিয়া।
8
8
অভিষেক কুমার ও বিকি জৈন (বিগ বস ১৭): অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি জৈনকে এই সিজনে বারবার বয়স নিয়ে খোঁচা দেন অভিষেক কুমার। জবাবে বিকি বলেন, “তুমি আগে চল্লিশ বছর বয়সে পৌঁছও। তখন দেখব তুমি কতটা সফল হয়েছ! আমি অন্তত সফল তো হয়েছি।” তাঁদের এজ-শেমিং লড়াই চলতে থাকে টানা।