২০২৫ সাল ছিল এমন একটি বছর যেখানে জোতিষীদের দাবি অনেকটাই সত্যি হিসেবে সামনে এসেছে। সেই তালিকায় সবার ওপরে ছিলেন বাবা ভাঙ্গা এবং রিও তাতসুকি।
2
8
বুলগেরিয়ার জ্যোতিষী বাবা ভাঙ্গার দাবি ছিল ২০২৫ হবে ভূমিকম্পের বছর। সেখানে মায়ানমারের ভূমিকম্প সকলের নজর টেনেছে। ২৮ মার্চ হওয়া এই কম্পনের জেরে ২৭০০ মানুষ প্রাণ হারান।
3
8
৩০ জুলাই হয়েছিল রাশিয়ার ভূমিকম্প। সেখানে প্রায় ২০ হাজার মানুষ মারা যান। পাশাপাশি ছিল সুনামির সতর্কতাও।
4
8
বাবা ভাঙ্গা বলেছিলেন আগুনের কথা। রাশিয়ার আগ্নেয়গিরি তারই প্রমাণ। কামচটকা যেভাবে সংবাদের শিরোনামে উঠে এসেছে সেখানে বাবা ভাঙ্গার কথাকে ফেলে দেওয়া যায় না।
5
8
ইউরোপে যুদ্ধের কথা বলেছিলেন বাবা ভাঙ্গা। সেখানে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ এখনও চলছে। ইজরায়েলের সঙ্গে গাজার মনোমালিন্যও সকলের জানা।
6
8
চলতি বছরে ভিনগ্রহীদের কথা বলেছিলেন বাবা ভাঙ্গা। সেটি না হলেও কিছু মানুষ মনে করেন ৩১ অ্যাটলাস গ্রহাণু তারই প্রমাণ। সেখানেই নাকি ভিনগ্রহের মানুষ রয়েছেন।
7
8
বাবা ভাঙ্গার মুখে অর্থনীতির অবক্ষয়ের কথা শোনা গিয়েছিল। সেটির প্রমাণ মেলে আমেরিকার শুল্ক যুদ্ধে। এরফলে ভারত সহ বিশ্বের প্রায় প্রতিটি দেশই প্রভাবিত হয়েছে।
8
8
রিও তাতসুকি ছিলেন জাপানের বাবা ভাঙ্গা। তিনিও বলেছিলেন ২০২৫ সালে জাপানে বিরাট ভূমিকম্প ঘটবে। সুনামিও আসবে। সেটিও অনেকটাই মিলেছে।