আইপিএল ২০২৬ এর নিলাম দরজায় কড়া নাড়ছে। মিনি নিলামের চরিত্র অনুযায়ী, কয়েকজন অখ্যাত ভারতীয় ক্রিকেটারকে বড় অঙ্ক পেতে দেখলেও অবাক হওয়ার কিছু নেই। বর্তমানে সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলছে। তাতে নিজেদের মেলে ধরছে উঠতি ক্রিকেটাররা।
2
7
ঘরোয়া সার্কিটে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছে যাদের নাম হয়তো অনেকেই শোনেনি, কিন্তু দিনের পর দিন ভাল পারফর্ম করছেন। দেখে নেওয়া যাক এমন পাঁচজন ক্রিকেটারকে, যাদের নিয়ে নিলামের টেবিলে ঝড় উঠতে পারে।
3
7
আকিব নবি ডর (জম্মু কাশ্মীর)
কয়েক মাস হল প্রচারের আলোয় এসছেন জম্মু কাশ্মীরের ২৯ বছরের পেসার। আসন্ন নিলামে তাঁকে পেতে ঝাঁপাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি। এলিট গ্রুপ বি-তে ৭ ম্যাচে ১৫ উইকেট তুলে নেন। নতুন বলে সুইং করানোর ক্ষমতা রয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত রেকর্ড। ৩৬ ম্যাচে ১২৫ উইকেট তুলে নেন। একাধিক ফ্র্যাঞ্চাইজি ভারতীয় পেসারের খোঁজে থাকবে। নিলামে নবির পেছনে ছুটতে পারে দলগুলো।
4
7
কার্তিক শর্মা (রাজস্থান)
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে স্বপ্নের ফর্ম চলছে রাজস্থানের। এলিট গ্রুপ ডি থেকে নকআউট পর্বের যোগ্যতা অর্জন করেছে। নজর কেড়েছেন ১৯ বছরের উইকেটকিপার ব্যাটার কার্তিক শর্মা। পাঁচ ম্যাচে ১৩৩ রান করেন। স্ট্রাইক রেট ১৬০ এর ওপরে। মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ রান যোগ করেন। ডেথ ওভারে বড় শট মারার ক্ষমতা রয়েছে। উইকেটের পেছনেও যথেষ্ট ভাল। তাঁকে পেতে ঝাঁপাবে ফ্রাঞ্চাইজিগুলো।
5
7
তুষার রহেজা (তামিলনাড়ু)
বাঁ হাতি ব্যাটার তুষার রহেজার দিকেও ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর থাকবে। ৭ ম্যাচে ১৫১ রান করেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ওপেনার হিসেবে স্ট্রাইক রেট ১৬৪। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে নজর কাড়েন। সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। স্ট্রাইক রেট ১৮৫। নিলামে তাঁর জন্য ঝাঁপাতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি।
6
7
আনমোলপ্রীত সিং (পাঞ্জাব)
ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন ২৭ বছরের আনমোলপ্রীত। পাঞ্জাবের হয়ে নিয়মিত খেলেন। একই দলে খেলে একাধিক আইপিএলের তারকা। এই তালিকায় রয়েছেন অভিষেক শর্মা, প্রভসিমরন সিং, নেহাল ওয়াদেরা এবং রমনদীপ সিং। কিন্তু সেই তুলনায় প্রচার পাননি। তবে সেটা আসন্ন নিলামে বদলে যেতে পারে। পাঞ্জাবের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন। ৭ ম্যাচে ২৪১ রান। স্ট্রাইক রেট ১৭২।
7
7
অশোক শর্মা (রাজস্থান)
রাজস্থানের ২৩ বছরের পেসার অশোক শর্মা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারি। ৭ ম্যাচে ১৯ উইকেট নেন। ঘণ্টা প্রতি ১৪০ কিলোমিটার বেগে বল করতে পারেন। আইপিএলের নিলামে তাঁকে পেতে হাত বাড়াবে ফ্র্যাঞ্চাইজিরা। অনেকেই ভারতীয় পেসারের খোঁজে আছে। এর আগে বেশ কয়েকটি আইপিএল দলের অঙ্গ ছিলেন। এই তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস।