আগে ছিলেন, পাকিস্তানের স্থলবাহিনীর প্রধান। সম্প্রতি হয়ে উঠেছেন তিন বাহিনীর প্রধান। আর পাকিস্তানের চিফ অফ ডিফেন্স স্টাফ পদে বসেই বড় আস্ফালন।
2
7
ক্ষমতা বাড়তেই, পাক সেনা সর্বাধিনায়ক হিসেবে সোমবার প্রথম বক্তব্য রাখেন তিনি। প্রথম বক্তৃতায় ফের ভারতকেই নিশানা আসিম মুনিরের।
3
7
নিজের বক্তব্যে, মুনির বলেছেন, 'ভারতের কোনও ভুল ধারণায় থাকা উচিত নয়। যে কোনও আগ্রাসনের ক্ষেত্রে পাকিস্তানের প্রতিক্রিয়া আরও তীব্র হবে।' অনেকের মতে, অপারেশন সিঁদুর'এ ভারতের জবাব পেয়ে, এখন আস্ফালন করছেন পাক সেনাপ্রধান।
4
7
ভারতের পাশাপাশি, মুনিরের নিশানা আফগানিস্তানও। পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুনির বলেন, কাবুলের আফগান তালেবান শাসনকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
5
7
তারপরেই বলেন, 'তালেবানদের ফিতনা আল-খাওয়ারিজ [টিটিপি] এবং পাকিস্তানের মধ্যে একটি বেছে নেওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই।' সরকার গত বছর নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে "ফিতনা আল-খাওয়ারিজ" হিসেবে ঘোষণা করে, যা পূর্ববর্তী ইসলামী ইতিহাসের একটি গোষ্ঠীর উল্লেখ, যারা সহিংসতার সাথে জড়িত ছিল।
6
7
মুনির বলেন যে নবপ্রতিষ্ঠিত প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর ঐতিহাসিক মৌলিক পরিবর্তনের প্রতীক।
7
7
মুনির প্রসঙ্গে উল্লেখ্য, জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান দেশের জন্য ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের নীতিগুলিকে ‘বিপর্যয়কর’বলেছেন।