বক্স অফিসে এখন শুধুই দাপট অক্ষয় খান্নার। যে সাফল্য এতদিন কেবল বলিউডের 'বাদশা' শাহরুখ খানের ঝুলিতে ছিল, এবার সেই একই মাইলফলক স্পর্শ করলেন 'ধুরন্ধর'-এর রহমান ডাকাত। চলতি বছরে তাঁর অভিনীত ছবিগুলো বক্স অফিসে আয়ের দিক থেকে ২০০০ কোটির গণ্ডি পার করেছে। এর মাধ্যমে শাহরুখের পর দ্বিতীয় ভারতীয় অভিনেতা হিসেবে এই বিরল নজির গড়লেন তিনি।
2
5
সবচেয়ে দারুণ বিষয় হল, এই আয়ের দৌড়ে তিনি দক্ষিণি সুপারস্টার প্রভাস এবং আল্লু অর্জুনের মতো তারকাদেরও পিছনে ফেলে দিয়েছেন। সাম্প্রতিক সময়ে বড় বাজেটের ছবিগুলোর আকাশছোঁয়া সাফল্যে ভর করেই এই সাফল্যের শিখরে পৌঁছেছেন অক্ষয়।
3
5
দীর্ঘদিন ধরে লাইমলাইটের আড়ালে থাকলেও, সঠিক চিত্রনাট্য এবং বলিষ্ঠ অভিনয়ের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন যে কেন তাঁকে ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান অভিনেতা হিসেবে গণ্য করা হয়। শাহরুখ খানের রেকর্ড ছোঁয়ার পর স্বাভাবিকভাবেই অনুরাগী এবং চলচ্চিত্র মহলের প্রশংসায় ভাসছেন তিনি।
4
5
বিশেষজ্ঞদের মতে, অক্ষয়ের এই উত্থান ভারতীয় চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপটে এক বড় পরিবর্তন। ২০০০ কোটির এই ম্যাজিক ফিগার স্পর্শ করার পর এখন বড় বড় প্রযোজনা সংস্থারাও তাঁকে নিয়ে নতুন করে পরিকল্পনা শুরু করেছে।
5
5
প্রসঙ্গত, এক মাসে আদিত্য ধর পরিচালিত, রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর'-এর মোট বক্স অফিসে আয় হয়েছে প্রায় ১১৮২.২৫ কোটি টাকা। চলতি বছর ১৯ মার্চে মুক্তির অপেক্ষায় রয়েছে ছবির দ্বিতীয় ভাগ।